Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে টিসিবি’র তেলসহ দুই মজুদদার আটক

বিশেষ সংবাদদাতা, ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২০, ৪:৩৬ পিএম

ময়মনসিংহ নগরের আকুয়া ভাঙ্গাপুল এলাকায় অভিযান চালিয়ে টিসিবি’র ৪২ লিটার সয়াবিন তেল উদ্ধারসহ দুই অবৈধ মজুদদারকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪।
আটককৃতরা হল- নগরের খাগডহর এলাকার ফজলুল হক (৪৯) এবং আকুয়া চুকাইতলা এলাকার হেলাল উদ্দিন (৪২)।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে র‌্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় র‌্যাব-১৪’র সিনিয়র এএসপি মোঃ হাফিজুল ইসলাম বাবু এবং এএসপি সমীর সরকারের নেতৃত্বে র‌্যাবের একটি দল আকুয়া ভাঙ্গাপুল এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকার মেসার্স রহমত এন্টারপ্রাইজ ও ভাই ভাই রেশন স্টোরে অবৈধভাবে মজুদকৃত টিসিবির ৪২ লিটার সয়াবিন তেল ও ৬৭ টি খালি তেলের বোতলসহ ওই দুই মজুদদারকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা টিসিবির পণ্য বেশী মুনাফা লাভের প্রত্যাশায় তাদের দোকানে খুচরা বিক্রয় করে থাকে।
এ ঘটনায় আটককৃত দুইজনের বিরুদ্ধে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব-১৪।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিসিবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ