Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুন্সিগঞ্জে ট্রলারভর্তি ৫ মেট্রিক টন জাটকা জব্দ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২০, ১:৫১ পিএম

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পাঁচ মেট্রিক টন জাটকাসহ ছয়জনকে আটক করা হয়েছে। মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ি ও লৌহজং উপজেলা মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে এক ট্রাক ও দুই ট্রলারসহ পাঁচ মেট্রিক টন জাটকা জব্দ করে। এ সময় জাটকা বহনের অভিযোগে ছয়জনকে আটক করা হয়।

লৌহজং উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. ইদ্রিস তালুকদার জানান, বুধবার ভোরে লৌহজংয়ের পদ্মার বিভিন্ন পয়েন্টে নৌ-পুলিশ ও উপজেলা মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে অবৈধ জাটকা ইলিশসহ দুটি ট্রলার জব্দ করে। পরে শিমুলিয়া ঘাট থেকে আরও একটি জাটকাভর্তি ট্রাক জব্দ করা হয়। দুটি ট্রলার ও এক ট্রাক থেকে পাঁচ মেট্রিক টন জাটকা উদ্ধার করা হয়। পরে এসব জাটকা মাদরাসার এতিম ও স্থানীয় গরিবদের মাঝে বণ্টন করে দেয়া হয়। আটক ছয় ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাটকা জব্দ

২৪ জানুয়ারি, ২০২২
১৩ জানুয়ারি, ২০২২
১৯ এপ্রিল, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ