Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে রেলের উচ্ছেদ অভিযান

প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের উপর ও লাইন ঘেঁষে গড়ে উঠা দোকানপাট গতকাল মঙ্গলবার বেলা ১১টার সময় উচ্ছেদ করা হয়েছে। সৈয়দপুর থানার ওসি লুৎফর রহমান এ কাজে নেতৃত্ব দেন। দীর্ঘদিন ধরে স্টেশনের অদূরে রেল ঘুন্টি এলাকায় প্রায় ২ শতাধিক দোকানপাট গড়ে উঠে। এ সব দোকানে প্রতিনিয়ত ক্রেতাদের ভিড় থাকায় ক্রেতা সাধারণ জীবনের ও ট্রেন চলাচলে ঝুঁকি থাকায় রেলওয়ে কর্তৃপক্ষ এ সব দোকানপাট উচ্ছেদের সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত অনুযায়ী সকল দোকানপাটের অবকাঠামো ভেঙে ফেলা হয় এবং দোকানীদের উচ্ছেদ করা হয়। জিআরপি থানার ওসি লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এই জায়গায় ১ মাস পুলিশি পাহারায় রাখা হবে যাতে কোন নতুন অবকাঠামো গড়ে না উঠে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সৈয়দপুরে রেলের উচ্ছেদ অভিযান

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ