বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীর বাঘায় কর্মহীন দরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সহায়তার চালের পাশপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিজস্ব অর্থায়নে সবজি চাষিদের কাছ থেকে ন্যায্যমূল্যে কিনে কর্মহীন দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। সোমবার গড়গড়ি ইউনিয়নে ৫৫০ পরিবার,আড়ানীতে ৫০০ পরিবার ও চারঘাটে ১৫০০ পরিবারকে সবজি বিতরণ করা হয়। মিষ্টি কুমড়া, ডাটা, লাউ, আলু, করলাগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়রের নিকট পৌঁছে দেয়া হয়েছে। তারা এগুলো বিতরণ করেছেন। মঙ্গলবার পাকুড়িয়া ইউনিয়নে ৩০০ পরিবার ও মনিগ্রামে ৪০০ পরিবারকে সবজি দেয়া হবে। উপজেলার অন্য ইউনিয়নেও এগুলো বিতরণ অব্যাহত থাকবে।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, সরকারের পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকা বাঘা ও চারঘাট উপজেলার নিম্ন আয়ের মানুষের মাঝে সবজি বিতরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।