Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনাভাইরাসে বিক্রির ধুম

দ্য মেইনিচি | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

করোনাভাইরাস জাপানে দ্রুত ছড়িয়ে পড়ায় বাজারে অভাব পড়েছে মাস্কের। এ অবস্থায় নিজেদের জন্য বাসাতেই মাস্ক বানানো শুরু করেছেন জাপানীরা। আর সে কারণেই বাজারে সেলাই মেশিন বিক্রির ধুম লেগেছে।
জাপানের মায়েরা সাধারণত মার্চের শেষ নাগাদ সেলেই মেশিন কিনে থাকেন। এপ্রিলে সন্তানরা নার্সারি ও প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু করে। তাই তাদের কাপড়ের ব্যাগ তৈরি করে দেয়ার জন্য এ মেশিন কাজে লাগানো হয়।
কিন্তু চলতি বছর এপ্রিল শেষ হতে চললেও সেলাই মেশিনের জনপ্রিয়তা যেনো থামছেই না। অনেক প্রতিষ্ঠান আবার অনলাইনে শিখিয়ে দিচ্ছে কিভাবে বাসায় বসে মাস্ক তৈরি করা যায়।
নাগওয়াভিত্তিক ব্রাদার সেলস লিমিটেড জানায়, ফেব্রæয়ারি থেকে মার্চ এ সময়ে তাদের সেলাই মেশিন বিক্রি এক বছর আগের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ বেড়েছে। ওয়েবসাইটে দেখানো হয়েছে কিভাবে মাস্ক সেলাই করতে হয়। এর দর্শনার্থী সংখ্যা বেড়ে হয়েছে ৫০ হাজার। যা একবছর আগের তুলনায় ৫০০ গুণ বেশি।
ব্রাদার সেলস-এর কর্মকর্তা বলেন, ‘গত বছরের চেয়ে এ বছরের পরিস্থিতি ভিন্ন। মানুষ করোনা আতঙ্কে আছে। তাই ভেবেছিলাম সেলাই মেশিন বিক্রি কমবে। কিন্তু ঘটলো উল্টোটা। মানুষ ব্যাপকহারে সেলাই মেশিন কিনে নিচ্ছে। অনেক তরুণী মাও কিনছেন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ