Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশেষ ফ্লাইটে মালদ্বীপ থেকে ফিরলেন ৭০ বাংলাদেশি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২০, ৮:৫৬ পিএম

করোনাভাইরাসে লকডাউনের কারণে মালদ্বীপের রাজধানী মালে ও পার্শ্ববর্তী হুলুমালেতে আটকা পড়া ৭০ প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন। বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে আজ মঙ্গলবার বিকেলে তারা দেশে ফেরেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান জানান, বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহন উড়োজাহাজ সি-১৩০ জে উড়োজাহাজে করে মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় ৭০ জন বাংলাদেশি মালদ্বীপ থেকে দেশে ফিরেছেন।

প্রসঙ্গত, করোনা মহামারিতে নিয়মিত ফ্লাইট বন্ধ থাকায় মালদ্বীপে আটকা পড়েন প্রবাসী বাংলাদেশিরা। এর আগে মালদ্বীপের ৭১ জন নাগরিকসহ বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ১০ সদস্যের একটি চিকিৎসকদল গতকাল বিমানবাহিনীর একটি পরিবহন বিমানে (সি-১৩০জে) মালদ্বীপ যান। চিকিৎসকদলটি মালদ্বীপে চিকিৎসাসেবা দেবে। উড়োজাহাজটি ফেরার সময় ৭০ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ