Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুন করে হলেও ‘এক্স-মেন’ সিরিজে ফিরতে চান সোফি টার্নার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২০, ১১:৫৩ পিএম

‘এক্স-মেন’ সিরিজের দুটি ফিল্মে ফিনিক্স চরিত্রে অভিনয় করেছেন সোফি টার্নার। তিনি জানিয়েছেন সিরিজে ফেরার সুযোগের অপেক্ষায় আছে। “আমি আসলেই জানি না সিরিজটি নিয়ে কী হচ্ছে, ডিজনি আসলেই ‘এক্স-মেন’যাত্রা অব্যাহত রাখতে চায় কিনা। আমি সবসময় সেই চরিত্র, কাস্টের সঙ্গে আর অভিজ্ঞতা লাভের জন্য ফিরতে আগ্রহীৃ সবার সেরা সময় কেটেছে আমাদের। খুন করতে হলেও আমি ফিরে যেতে চাই,” টুইটারের ভিডিও চ্যাটে বলেছেন সোফি। টার্নার এখন ‘সারভাইভ’ টিভি সিরিজে বিমান দুর্ঘটনায় রক্ষা পাওয়া এক তরুণীর ভূমিকায় অভিনয় করছেন যে সভ্যতায় ফিরে যাওয়ার চেষ্টা করছে। তিনি আশা করেন যারা একাকীত্বের মত মানসিক সমস্যায় ভোগে তারা এই সিরিজ থেকে তাদের নিঃসঙ্গতা থেকে বাঁচার উপায় পেতে পারে।
তিনি বলেন : “আমার মনে হয় এতে মানসিক সমস্যা খুব নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে, আর সেজন্যই আমি এই চিত্রনাট্যে আকৃষ্ট হয়েছি। আমার কাছে গল্পটি খুব বাস্তব মনে হয়েছে। একটি মেয়ে যে নিজের মৃত্যু কামনা করেছে তার বাঁচার চেষ্টার ধারণা আমার কাছে ভাল লেগেছে। তিনি মনে করে নিঃসঙ্গ মানুষদের সিরিজটি একাকীত্ব ভুলতে সাহায্য করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোফি-টার্নার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ