Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনলাইনে পরিচালনা শিখছেন তিসকা চোপড়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২০, ১১:৫৩ পিএম

লকডাউনের এই সময়টা নতুন দক্ষতা শিখে কাজে লাগাচ্ছে অভিনেত্রী তিসকা চোপড়া। তিনি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা শেখার জন্য অনলাইন কোর্সে অংশ নিচ্ছেন। “সারা দুনিয়া আর ভারতে যা ঘটছে তা দুঃখজনক, কিন্তু মনের কোনও কোণে আমরা এই অবকাশটি কামনা করছিলাম। আর যেহেতু এই সময়টা পেয়েই গেছি, একে ভালভাবে কাজে লাগাতে হবে আমাদের। আমি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি, শরীরচর্চার একটি রুটিন করেছি। আর অবশ্যই প্রচুর ফিল্ম দেখছি। আমি এছাড়া বেশ কয়েকটি চিত্রনাট্যে হাত দিয়েছি এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা শিখছি,” তিসকা বলেন। নিজের জীবনে ছোট ছোট কিছু কাজকে কিভাবে মূল্য দিকে হয় তা বুঝে কাজে লাগাচ্ছেন তিনি। “এই পরিস্থিতিতে আমি আমার জীবনের বেশ কিছু বিষয়ের গুরুত্ব উপলব্ধি করেছি। পরিবারের সবাই আশপাশে পেয়ে আমি কৃতজ্ঞ। আমি মৌলিক কিছু চাহিদা, তা বিদ্যুৎ হোক বা পানি, প্রাপ্তির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি উপলব্ধি করেছি স্বাস্থ্য অবকাঠামো শক্তিশালী করার বদলে অপ্রয়োজনীয় অনেক ব্যাপারে আমরা বেশি মনোযোগ দিয়ে এসেছি,“ তিনি বলেন। তিসকাকে সর্বশেষ ক্রাইম থ্রিলার ‘হস্টেজেস’-এ দেখা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনলাইন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ