বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ৪ সদস্যের একটি পরিবারের ৩ জনই করোনা ভাইরাস ( পজিটিভ) আক্রান্ত হয়েছেন। আক্রান্ত এই পরবারটি একটি নার্সিং পরিবার। আক্রান্তের মধ্যে স্বামী-স্ত্রী ও শিশুপুত্র রয়েছেন ।
আক্রান্ত পরিবার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ বায়জিদ মোল্লা এ তথ্য নিশ্চিত করেন।
তারা গত ১৮ এপ্রিল কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেয়। নমুনা পরীক্ষার পর গতকাল ২০ এপ্রিল সোমবার রাতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠা (আইসিডিডিআরবির), থেকে রিপোর্ট এলে ওই পরিবারের ৩ জন করোনা পজেটিভ বলে জানাযায়। পরে তারা জেলা সিভিল সার্জন মারফত স্থানীয় হাসপাতাল থেকে করোনার বিষয়টি নিশ্চিত হন।
কাপাসিয়া উপজেলায় একই পরিবারের একাধিক সদস্যের করোনা ভাইরাস আক্রান্তের ঘটনা এটাই প্রথম। এই পরিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন তরগাঁও গ্রামে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। এই পরিবারের মোট সদস্য ৪ জন। ৪ জনের মধ্যে পরিবারের ৩ জনই করোনায় আক্রান্ত।
স্বামীর বয়স আনুমানিক ৪৩ বছর, স্ত্রীর বয়স আনুমানিক ৩৯ বছর। শিশু পুত্রের বয়স ১৬ বছর হবে।
পরিবারের ৩ জনই নিজ বাসায় আইসোলেশনে রয়েছে বলে হাসপাতাল সূত্র জানায়।
উল্লেখ্য, কাপাসিয়া উপজেলায় ৭০ জন করোনা পজেটিভ রোগী রয়েছে। এর মধ্যে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও, নার্স সহ প্রায় ৩৫ জন স্টাফ করোনায় (পজেটিভ) আক্রান্ত হয়েছেন ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।