বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনাভাইরাস আক্রান্তে সোনারগাঁয়ে প্রথম একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার সাহা।
তিনি জানান, যিনি গোহাট্রা এলাকায় মারা গেছেন তার বয়স ৫৫ বছরের ওপরে। তিনি জ্বর, সর্দি, কাঁশি নিয়ে শারিরীক জটিলতায় ভুগছিলেন। তার কিডনি রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফুসফুসে সমস্যা এবং হাটের অসুখ ছিল। করোনা উপসর্গ থাকায় তার নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ হয়।
জানা গেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে করোনার উপসর্গ নিয়ে গত ১৯ এপ্রিল ২৪ ঘণ্টায় ২ জন রোগীর মৃত্যু হয়েছে। তবে এর মধ্যে একজনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ (করোনা আক্রান্ত) এবং একজনের রিপোর্ট এখনো হাতে আসেনি। গত সোমবার ভোর ৪টার দিকে উপজেলা মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্রা গ্রামে পুরুষ (৫৫) মারা যায়। মঙ্গলবার সকালে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ হয়। জ্বর, সর্দি, কাশি নিয়ে ওই পুরুষ গোহাট্রা গ্রামে ভাড়া বাসায় করোনা উপসর্গে মারা যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার সাহা জানান, সোনারগাঁয়ে দিন দিন করোনার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ প্রথম সোনারগাঁয়ে করোনা আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হলো। করোনা উপসর্গে মারা যাওয়া ২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে এর মধ্যে ১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ (করোনা আক্রান্ত) এবং একজনের রিপোর্ট আজ কালকের মধ্যে জানা যাবে। এদিকে ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে ৫ জন কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন ও একজন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।