Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নিজেদের রেশন দুস্থদের মাঝে বিতরণ সাভার সেনাবাহিনীর

স্টাফ রিপোর্টার, সাভার : | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

করোনা মোকাবেলায় আশুলিয়ায় সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি নিজেদের রেশনের খাদ্য সামগ্রী দুস্থ মানুষের মধ্যে বিতরণ করলেন সাভার সেনাবাহিনী।
গতকাল দুপুরে সাভার সেনানিবাসের মেজর জাহিদুন নবী চৌধুরীর নেতৃত্বে আশুলিয়ার ডেন্ডাবর এলাকার শতাধিক পরিবারের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রতি পরিবারের জন্য চাল, আলু, আটা, ডাল, পেঁয়াজ, তেল, লবন ও সাবান ছিল। এ বিষয়ে মেজর জাহিদুন নবী চৌধুরী জানান, মানবতার সেবায় দুস্থ, অসহায় জনগণের সহযোগিতায় সেনা সদস্যদের ব্যক্তিগত রেশন একত্রিত করে এই ত্রাণ দেয়া হচ্ছে। দুস্থ ও অসহায় জনগণের তালিকা ধরে ঘরে ঘরে গিয়ে এসব ত্রাণ পৌঁছে দেয়া হচ্ছে। তিনি আরও বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনাবাহিনী নিরলস কাজ করছেন। ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম ও ইউপি সদস্য হারুন মন্ডল উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেশন-বিতরণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ