পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সরকারি ত্রাণ চোরাদের শুধু বরখাস্ত নয়, তাদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। গতকাল পার্টির এক অনলাইন মিটিংয়ে দলের নেতারা এ দাবি জানান।
সভায় নেতারা বলেন, সরকারি ত্রাণ চুরি, দুর্নীতি, মজুদ ও দলবাজির সাথে যুক্ত চেয়ারম্যান- মেম্বারদের শুধু অপসারণ নয়, তাদের অবিলম্বে গ্রেফতার করুণ। সেই সাথে তাদের যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধি প্রণয়ন করুন। নেতারা ত্রাণের চুরি-দুর্নীতি-দলীয়করণ রোধে জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধি ও এনজিওদেরকে যুক্ত করে ‘গণতদারকি কমিটি’ গড়ে তোলার আহবান জানান।
সভায় কেন্দ্রীয় নেতারা বলেন, সারাদেশে করোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় এই পরিস্থিতিকে ‘জাতীয় দুর্যোগ’ হিসেবে আখ্যায়িত করুন। আর এই দুর্যোগ পরিস্থিতি মোকাবেলার জন্য সকল শক্তি ও সম্পদ সংগঠিত করে জাতীয় ঐক্যের মাধ্যমে কাজ করতে হবে। দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার আশঙ্কা তৈরী হয়েছে। অন্যদের তুলনায় ভাল আছি- এই আত্মতুষ্টি দেশে বড় ধরনের মহামারী সৃষ্টি করতে পারে। নেতারা অনতিবিলম্বে অন্ততঃপক্ষে জেলা পর্যায়ে করোনা পরীক্ষা ব্যবস্থা, জেলা-উপজেলা পর্যায়ে ফিল্ড হাসপাতাল তৈরী এবং ডাক্তার-নার্সসহ সংশ্লিষ্ট সবার ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার আহবান জানান। এ ছাড়া হাওড় অঞ্চলসহ কৃষকের বোরো ধান ঘরে তুলতে কৃষকদের শ্রম দিয়ে সাহায্য করতে ছাত্র-তরুণসহ জনগণের প্রতি তারা আহবান জানান।
নেতৃবৃন্দ দুই অনলাইন নিউজ পোর্টাল এর সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ও মহিউদ্দীন সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরকে ‘গণমাধ্যমের কন্ঠরোধ’ হিসাবে আখ্যায়িত করে হয়রানিমূলক মামলা প্রত্যাহারেরও দাবি জানান।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে এই অনলাইন মিটিং এ অংশ নেন বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, রাশিদা বেগম, সজিব সরকার, শাহাদাৎ হোসেন খোকন, মাহমুদ হোসেন, স্নিগ্ধা সুলতানা ইভা, খলিলুর রহমান, নির্মল বড়ুয়া মিলন, অরবিন্দু বেপারী বিন্দু ও কেন্দ্রীয় সংগঠক শেখ মো. শিমুল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।