Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমার মৃত্যু দেখছিলাম

রয়টার্স | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

বেলজিয়ামের ডাক্তার অ্যান্তয়নে সাসিনের কথা, ‘আমি আমার সমাপ্তি দেখতে পাচ্ছিলাম’। করোনাভাইরাস থেকে কিভাবে বেঁচে উঠলেন তার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি ওই মন্তব্য করেন।
করোনায় আক্রান্ত হওয়ার পর ব্রাসেলস এর ডেল্টা চিরেক হাসপাতালের ডাক্তার অ্যান্তয়নে টানা তিন সপ্তাহ কোমায় ছিলেন। কোমা থেকে ফিরে তিনি বলেন, ‘ভেবেছিলাম আমি মারা যাচ্ছিলাম, আর কখনোই জাগতে পারব না।’
রোগীদের চিকিৎসা দিতে গিয়ে এক পর্যায়ে তিনি নিজেই করোনায় আক্রান্ত হন। তারপর ক্রমেই তার অবস্থা খারাপ হতে থাকলে প্রথমে আইসিউ পরে খুব অবনতি হলে তিন সপ্তাহ কোমায় অবস্থান করতে হয়। তিনি বলেন, ‘আমার সবকিছু শেষ হয়ে যাওয়ার পর্যায়ে থাকলেও বাবার স্বপ্ন মনের মধ্যে বারবার উঁকি দিচ্ছিলো।’
তিনি বলেন, ‘অবিশ্বাস্যরকম পরিস্থিতি। আমার বাবা চার বছর আগে মারা যান। এখন আমি যখন প্রায় মারা যাচ্ছি, স্বপ্নে বাবা আসলেন। আমি অনেক সময় ধরে তার সঙ্গে কথা বলেছি। মানুষের সেবা করার মিশনের কথা স্মরণ করিয়ে দিলেন। এরপরই যেনো নতুন আরেকটি জীবন নিয়ে আসলাম।’
তিনি বলেন, ‘আমার অনেক আনন্দ লেগেছিলো, যখন ঘুম থেকে জেগে উঠলাম, দেখতে পেলাম অনেক বন্ধু-বান্ধব আমার চারপাশে দাঁড়িয়ে আছে।’ পুরোপুরি সুস্থ হওয়ার জন্য ডা. অ্যান্তয়নে সাসিনে এখন বাসায় অবস্থান করছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ