প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সত্যজিৎ রায়ের আসন্ন প্রয়াণ দিবস উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রিমেমবারিং সত্যজিত-লাইফ অ্যান্ড সিনেমা’ শীর্ষক একটি ওয়েব সেমিনার। আয়োজনটি সফল করতে যৌথভাবে উদ্যোগ নিয়েছে ‘জেসিআই ঢাকা ওয়েষ্ট’ এবং ‘রে সোসাইটি অব বাংলাদেশ’।
জানা গিয়েছে, আগামী বুধবার (২২ এপ্রিল) রাত ৮ টায় ওয়েব সেমিনারটি ‘জেসিআই ঢাকা ওয়েষ্ট’র ফেসবুক পেইজ থেকে লাইভ প্রচার করা হবে।
ওয়েব সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মুভিয়ানা ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠাতা-প্রেসিডেন্ট বেলায়াত হোসেন মামুন। এছাড়া উপস্তিত থাকবেন কলকাতার বিশিষ্ট সাংবাদিক ও সত্যজিৎ সংগ্রাহক-গবেষক বাণীব্রত মুখোপাধ্যায়। উপস্থিত থাকবেন রে সোসাইটি অব বাংলাদেশের সহ প্রতিষ্ঠাতা ও জেসিআই বাংলাদেশ এর জিএলসি মুহাম্মাদ আলতামিশ নাবিল।
উপমহাদেশ এবং সমগ্র পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। তাঁর প্রয়াণ দিবসে এমন আয়োজন প্রসঙ্গে আলতামিশ নাবিল বলেছেন, বাংলার গর্ব গুণী এ চলচ্চিত্রকারের প্রয়াণ দিবসকে স্মরণ করে রাখতেই ছোট্ট প্রয়াস। আশা করছি সত্যজিৎ অনুরাগীরা আয়োজনটি উপভোগ করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।