Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উমর আকমলের ভাগ্য নির্ধারন ২৭ এপ্রিল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২০, ৮:৪১ পিএম

পাকিস্তানের ক্রিকেটার উমর আকমলের বিরুদ্ধে আনিত অভিযোগের শুনারির দিন ধার্য করা হয়েছে আগামী ২৭ এপ্রিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ডিসিপ্লিনারি কমিটির বিচারক ফজল-ই-মিরান চৌহান এই দিন ধার্য করেন।

আজ (সোমবার) পিসিবি এক সংবাদ বিজ্ঞাপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে। আকমলের শুনানি অনুষ্ঠিত হবে লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমি ভবনে। পিসিবি’র দুর্নীতি বিরোধী ইউনিট উমর আকমলের বিরুদ্ধে ২.৪.৪ ধারায় দুটি নিয়ম ভঙ্গের অভিযোগ এনেছে।

অভিযোগ প্রমাণিত হলে উমর আকমল সর্বনিম্ন ৬ মাস থেকে সর্বোচ্চ আজীবন নিষিদ্ধ হতে পারে। এর আগে গত ফেব্রুয়ারিতে তাকে সবধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করে পিসিবি। এ কারণে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশগ্রহণ করতে পারেননি তিনি। এবার হয়তো তার জন্য আরও কঠিন শাস্তি অপেক্ষা করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ