Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুন্সীগঞ্জে বকেয়া বেতনের দাবীতে ফ্যাক্টরীর শ্রমিকদের বিক্ষোভ, ভাংচুর

মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২০, ৮:১১ পিএম

মুক্তারপুরে মদিনা ডাইং অ্যান্ড প্রিন্টিং ফ্যাক্টরীতে বকেয়া বেতনের দাবীতে বিক্ষুব্ধ শ্রমিকরা বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ, ইটপাটকেল নিক্ষেপ ও ভাংচুর করেছে।

জানা যায় , মদিনা ডাইং অ্যান্ড প্রিন্টিং ফ্যাক্টরীর শতাধিক শ্রমিক দুই মাসের বকেয়া বেতনের দাবীতে ফ্যাক্টরীর সামনে জড়ো হয়। এ সময় বেতনের দাবীতে শ্রমিকরা শ্লোগান দেয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ফ্যাক্টরী লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও জানালার কাঁচ ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ফ্যাক্টরী কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়। মদিনা ডাইং অ্যান্ড প্রিন্টিং ফ্যাক্টরীর চেয়ারম্যান ইমরান খান ফ্যাক্টরীতে ভাংচুর করার কথা স্বীকার করে বলেন, আগামী তিন দিনের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বকেয়া বেতন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ