Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্প-এরদোগান ঐকমত্য করোনা বিরোধী লড়াইয়ে

আক্রান্তের দিক থেকে মুসলিম দেশগুলোর মধ্যে শীর্ষে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

করোনা প্রাদুর্ভাবের ফলে সৃষ্ট হুমকির বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান একত্রে লড়াই করতে একমত হয়েছেন। রোববার এক টেলিফোন আলাপে দুই নেতা একসঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন বলে জানিয়েছি তুর্কি প্রেসিডেন্সি। বিবৃতিতে বলা হয়েছে, ‘করোনাভাইরাস মহামারীর কারণে জনস্বাস্থ্য এবং আমাদের অর্থনীতি যে হুমকির মুখোমুখি হয়েছে তার বিরুদ্ধে লড়াইয়ে নিবিড় সহযোগিতা অব্যাহত রাখতে দুই নেতা সম্মত হয়েছেন।’ তবে কোন কোন ক্ষেত্রে সহযোগিতা করা হবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রসঙ্গত, করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। অপরদিকে, প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনে তুরস্কে আরো তিন হাজার ৭৮৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৩২৯ জন যা মধ্যপ্রাচ্য তথা মুসলিম দেশগুলোর মধ্যে সর্বাধিক। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোকা জানিয়েছেন, শনিবার করোনাভাইরাসে দেশটিতে নতুন করে ১২১ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৮৯০ জনে দাঁড়িয়েছে। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮২২ জন রোগী সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৪৫৩ জন। তুর্কি স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনা পরীক্ষার হার বাড়লেও নতুন আক্রান্তের সংখ্যা কমেছে। প্রায় ৬ লাখ মানুষকে পরীক্ষা করা হয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের টালি অনুযায়ী- তুরস্ক করোনা আক্রান্ত শীর্ষ দশ দেশের তালিকায় অষ্টম স্থানে রয়েছে। তুরস্কের পরই আছে ইরান। ইরানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৮৬৮ জন। প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৯৯৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়ালো। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ব বিদ্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছিল ১ হাজার ৮৯১ জনের। রোববার তা বেড়ে ১ হাজার ৯৯৭ জন। এছাড়া দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৬৩ হাজার ৮৩৬ জনে দাঁড়িয়েছে। এদিকে তুরস্কে প্রথমদিকে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ছিল একেবারেই কম। কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। আক্রান্তের সংখ্যায় বর্তমানে ৭ম অবস্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যেই চীনকে ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত তুরস্কে করোনায় আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ৩০৬। রয়টার্স, আনাদোলু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ