Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রমজানের ধারাবাহিক নাটক রোজাদারের আনন্দ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে, আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় পবিত্র রমজান উপলক্ষে বৈশাখী টিভিতে প্রতিদিন বিকাল ৫.১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘রোজাদারের আনন্দ’। অভিনয় করেছেন ফারুক আহমেদ, মাসুম বাশার, সাবেরী আলম, জামিল হোসেন, প্রকৃতি, আমিন আজাদ, মন্দিরা চক্রবর্তী, আশরাফ কবির প্রমুখ। মূলত পবিত্র রমজানের ফজিলতগুলোই তুলে ধরা হয়েছে এ নাটকের মাধ্যমে। গল্পকার টিপু আলম মিলন বলেন, সারা মাস সিয়াম সাধনার পর একজন রোজাদার পবিত্র ঈদের দিন যে পরিমাণ আনন্দ পায় এবং সুস্থ থাকে বেরোজদারের বেলায় তা একেবারেই বিপরীত। ঈদের দিন তাদের মনটা যেমন অশান্তিতে ভরা থাকে তেমনি মুখটা থাকে চোরের মত। রোজার শুরুর দিন থেকেই তাদের নানাভাবে লুকিয়ে চলতে হয়। খাওয়া দাওয়া থেকে সবকিছুতেই আল্লাহর চোখ এড়িয়ে চলতে চায়। আল্লাহ যে তার সবকিছুই দেখে এটা জেনেও তারা রোজা না রেখে নানা রকম পাপাচারে লিপ্ত থাকে। এসব মানুষকে সচেতন করতেই মূলত আমার এ নাটক। নাটকটি দর্শকদের খুব ভালো লাগবে বলে আমার বিশ্বাস।



 

Show all comments
  • Nannu chowhan ২১ এপ্রিল, ২০২০, ১:০৭ পিএম says : 0
    Alhamdulillah,very good idea,thanks may Allah bles you....
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোজাদারের-আনন্দ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ