Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইতালিতে শীঘ্রই অবৈধ অভিবাসীদের বৈধ করা হচ্ছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২০, ৩:৪৩ পিএম

ইতালিতে খুব শীঘ্রই প্রায় ছয় লাখ অবৈধ অভিবাসীকে বৈধ করে নেয়া হতে পারে। ইতিমধ্যে দেশটির মন্ত্রীপরিষদে এ নিয়ে আলোচনা সম্পন্ন হয়েছে। জানা যায়, দেশটির বিভিন্ন খাতে কর্মজীবী শ্রমিকের সংখ্যা কম থাকায় এসব অবৈধ অভিবাসীদের বৈধ করে এসব খাতে কাজের সুযোগ করে দেয়া হবে বলে দেশটির স্বনামধন্য পত্রিকা ‘লা রিপুবলিকা’ একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
এ নিয়ে দেশটির কৃষিমন্ত্রী তেরেসা বেল্লানোভা সংসদে এক আলোচনায় বলেন, করোনা প্রভাবে ইতালির কৃষিখাতে ব্যাপক ধ্বস নেমে এসেছে। এমতাবস্থায় দেশটির কৃষিখাতকে উন্নত করার জন্য অনেক জনশক্তি প্রয়োজন। এছাড়াও করোনার কারনে এবছর বিশ্বের অন্যান্য দেশ থেকে জনশক্তি আমদানি করা সম্ভব না। এমতাবস্থায় যদি এই খাতে জনশক্তি না প্রয়োগ করা হয় তাহলে ভবিষ্যতে ইতালিকে খাদ্য সঙ্কটে পড়তে হবে। তাই এসব অবৈধ অভিবাসীদের বৈধ করে বিভিন্ন খাতে কাজ করার সুযোগ দেয়া উচিৎ।
এছাড়াও এ বিষয়ে দেশটির শ্রম, অর্থ, বিচার ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় সংসদে তাদের নিজ নিজ অভিমত জানিয়েছেন। তবে কৃষিমন্ত্রীর এ বক্তব্যের ব্যাপক সমালোচনা করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাত্ত্বেও সালভিনি।
এবিষয়ে বাঙ্গালী কমিউনিটির বিভিন্ন নেতাকর্মীরা বলছেন, অবৈধদের বৈধ করে নেয়ার সংবাদ প্রতিবছরই আমরা শুনি তবে এবারেরটা হয়তো সত্যি হবে। কেননা রাষ্ট্রের এই করুণ অবস্থায় বাজেট ঘাটতি পুরনে বৈধকরণ ট্যাক্স অনেক ভূমিকা রাখবে।
এছাড়াও তারা বলেন, বর্তমানে দেশটিতে কতজন অবৈধ বাংলাদেশী রয়েছে তার সঠিক হিসেব নেই তবে ধারণা করা হচ্ছে প্রায় ৬০ হাজার অবৈধ বাঙ্গালী রয়েছেন। তারা দীর্ঘ সময় ধরে পরিবার থেকে দূরে রয়েছে। বৈধ কাগজপত্রের জন্য নিজ দেশে যেতে পারছেন না।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৩ সালে ইতালিয়ান সরকার ঘোষণা দিয়ে সকল অবৈধ অভিবাসীদের বৈধ করে নিয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ