মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানের সেনাবাহিনী কৌশলগত দূরপাল্লার দু’টি রাডার উন্মোচন করেছে। নিজস্ব প্রযুক্তিতে তৈরি এ দুই রাডার উন্মোচনের মধ্য দিয়ে ইরানের বিমান প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়ল। ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আবদুলরহিম মুসাভির উপস্থিতিতে খালিজে ফার্স (পারস্য উপসাগর) এবং মুরাকিব (অতন্দ্র) নামের এ দুই রাডার উন্মোচন করা হয়।
দীর্ঘপাল্লার রাডার খালিজে ফার্সের তৎপরতা পরিসীমা ৮০০ কিলোমিটারেরও বেশি। অত্যাধুনিক প্রযুক্তির ত্রিমাত্রিক ফেজড-অ্যারের এ রাডারে প্রচলিত সব লক্ষ্যবস্তুই ধরা পড়বে। এ ছাড়া, রাডার ফাঁকি দেয়ার সক্ষমতা আছে এমন লক্ষ্যবস্তুসহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও এতে ধরা পড়বে।
মুরাকিব (অতন্দ্র)ও ত্রিমাত্রিক অত্যাধুনিক ফেজড-অ্যারে রাডার এবং এর পাল্লা ৪০০ কিলোমিটার। নিচু এবং মধ্যাকাশ দিয়ে উড়ে আসা নানা ধরণের ক্ষুদ্র লক্ষ্যবস্তু এতে ধরা পড়বে। এ ছাড়া, রাডার ফাঁকি দেয়ার সক্ষমতা আছে এমন লক্ষ্যবস্তুসহ চালকহীন বিমানকেও ধরতে পারবে এ রাডার।
ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বিশেষজ্ঞরা দেশটির জ্ঞান-ভিত্তিক কোম্পানিগুলোর সহযোগিতায় এই দুই রাডার ব্যবস্থার নকশা প্রণয়ন এবং তৈরি করেছেন । এ ছাড়া, ইরান অত্যাধুনিক একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে। এ ব্যবস্থারও নকশা প্রণয়ন এবং নির্মাণ করেছেন ইরানি বিশেষজ্ঞরা।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।