বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নোয়াখালীর অনুন্নত ও নদীভাঙ্গা দরিদ্র অধ্যূষিত হাতিয়া উপজেলায় ৫০ হাজার পরিবারকে ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘমেয়াদী খাদ্য সহায়তা কার্যক্রম শুরু হয়েছে। সাবেক এমপি ও হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী’র উদ্যোগে এ কার্যক্রম চলছে।
হাতিয়া উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে ৫০ হাজার গরিব ও দিনমজুর পরিবারের তালিকা প্রস্তত করা হয়েছে। সে অনূযায়ী প্রতি পরিবারকে ১০ কেজি চাল, আলু ও ছোলা প্রদান করা হচ্ছে। এ খাদ্য সহায়তা দীর্ঘদিন ধরে চলবে বলে জানা গেছে।
সাবেক এমপি ও হাতিয়া উপজেলা আওয়াামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ইনকিলাবকে জানান, হাতিয়ার ৫০হাজার পরিবারকে দীর্ঘমেয়াদী খাদ্য সহায়তার অংশ হিসেবে পাঁচশত মেট্রিক টন চাল ক্রয় করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্য্যন্ত এ খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।
হাতিয়া আসনের এমপি আয়েশা ফেরদাউস জানান, ব্যক্তি উদ্যোগে ৫০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদানের পাশাপাশি সরকারীভাবে বরাদ্দকৃত চালও প্রশাসনের মাধ্যমে অন্যান্য এলাকায় গরীবদের মাঝে বিতরণ করা হচ্ছে। মেঘনাবেষ্টিত হাতিয়া উপজেলায় কেউ যেন না খেয়ে থাকে, প্রশাসনের উদ্যোগে আমার সে ব্যবস্থা করছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।