Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে এক পুলিশসহ আরো ৪ জন আক্রান্ত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২০, ১০:৩১ এএম

এক পুলিশ সদস্যসহ চট্টগ্রাম জেলার নতুন ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া সাতকানিয়া এলাকার পুরনো রোগীর নমুনায় ফের করোনা পজিটিভ এসেছে।

এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তদের সংখ্যা ৩৯ জন। তাদের মধ্যে এক শিশু মারা গেছেন পাঁচ জন।

ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ -বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে এ তথ্য জানা গেছে।


রোববার রাত সাড়ে ১০ টায় এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।

তিনি বলেন, বিআইটিআইডিতে রোববার মোট ১১৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে । তার মধ্যে ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রাম জেলার ৪ জনের মধ্যে এক পুলিশ সদস্য রয়েছে, যার বয়স ৪৩ বছর। দুজন কাট্টলি এলাকার ও একজন ৪৫ বছর বয়সী সাতকানিয়ার বাসিন্দা।
এছাড়া আর একজন সাতকানিয়ার পুরনো রোগী আছে, যার দ্বিতীয়বার পজেটিভ এসেছে।
তিনি আরও বলেন, জেলার বাইরে লক্ষ্মীপুরে ৪ জন ও একজন নোয়াখালীর।
এদিকে আকবর শাহ থানার ওসি
মোস্তাফিজুর রহমান বলেন, উত্তর কাট্টলী এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া এক ব্যক্তির ২৮ বছর বয়সী মেয়ে এবং ২৫ বছর বয়সী ছেলের নমুনায়ও করোনা পজেটিভ পাওয়া গেছে। তারা ছিল হোম কোয়ারেন্টাইনে। এখন দুজনকেই ফৌজদারহাটের বিআইটিআইডিতে নিয়ে যাওয়ার হয়েছে ।
আক্রান্ত পুলিশ সদস্য দামপাড়া ট্রাফিক ব্যারাকে আগে আক্রান্ত পুলিশ সদস্যের সংস্পর্শে আসেন। তিনি মনসুরাবাদ পুলিশ লাইনে কোয়ারেন্টাইনে ছিলেন।
এ নিয়ে প্রথম আক্রান্ত ওই কনস্টেবলের সংস্পর্শে আসা তিন জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস সনাক্ত হয়।
চট্টগ্রামের বিআইটিআইডিতে ২৬ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত মোট ১ হাজার চারশ ৫১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম বিভাগের মোট ৭০ জন করোনায় আক্রান্ত ।
চট্টগ্রাম জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩৯ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে পাঁচজন রোগী।### র ই সেলিম ২০ এপ্রিল



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ