Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ত্রাণের আশ্বাসে টাকা আদায় ছয় প্রতারক গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

ছিন্নমূল মানুষকে প্রধানমন্ত্রীর ত্রাণের আশ্বাসে রাজধানীর বাড্ডা এলাকা থেকে প্রতারক চক্রের সদস্যরা টাকা আদায়কালে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাড্ডা দক্ষিণ আনন্দনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

পুলিশ জানায়, গত বুহস্পতিবার বিকালে বাড্ডা দক্ষিণ আনন্দনগর এলাকায় প্রতারক চক্রের সদস্যরা জড়ো হয়ে ত্রাণের জন্য টাকা আদায় করছিল। এমন খবরের ভিত্তিতে বাড্ডা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ছয় জনকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন- মো. মনির হোসেন (৫২), কাউসার আহাম্মেদ (২৩), মো. রমজান হোসেন (২৫), সোবহান ফকির (২৯), মো. সজিব (২০) ও মো. জসিম (২৬)। পরে তাদের কাছ থেকে ১১ হাজার ৫০০ টাকাসহ ১১৫ জনের নামের তালিকার একটি খাতা এবং ছবি ও ভোটার আইডি কার্ড উদ্ধার হয়।
গতকাল বাড্ডা থানার ওসি পারভেজ ইসলাম জানান, তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ