রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা
সিরাজগঞ্জের শাহজাদপুরে নাজমা খাতুন (৩৮) নামে এক পুলিশ কনস্টেবলের স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা ১২টার দিকে উপজেলার বেলতৈল ইউনিয়নের গোপীনাথপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নাজমা খাতুনের স্বামী সাইদুর রহমান শাহিন পাবনা জেলা ডিএসবি’র কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন। শাহজাদপুর থানার উপ-পরিদর্শক শাহজাহান আলী এ তথ্য নিশ্চিত করে জানান, পাবনায় কর্মরত সাইদুর রহমান শাহীন ঈদের ছুটিতে বাড়ি এলে স্ত্রী নাজমার সাথে পারিবারিক দ্বন্দ্ব ও মনমালিন্য হয়। ছুটি কাটিয়ে স্বামী চলে যাওয়ার পর নাজমার সাথে তার দেবরেরও কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে রোববার রাতে কীটনাশক পান করে আত্মহত্যা করে সে। সোমবার সকালে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। তিনি আরো জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলেই এ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা যাবে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।