রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নেত্রকোনা জেলা সংবাদদাতা
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের সার্ভেয়ার ও নায়েবের বিরুদ্ধে স্থানীয় বঙ্গ বাজারের কতিপয় অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের অর্থের বিনিময়ে বিভিন্ন মহাল ও ক্রেতা বিক্রেতাদের চলাচলের রাস্তা বন্ধ করে চান্দিনা ভিট বরাদ্ধে পাঁয়তারা চালাচ্ছে বলে লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ভূমি অফিসের সার্ভেয়ার, নায়েব ও অসাধু ব্যবয়ায়ীদের সাথে বাজারের প্রতিষ্ঠাতা ভিটারদের চরম উত্তেজনা বিরাজ করছে। বিষয়টির দ্রুত সমাধান না হলে যে কোন সময় দুই পক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী। লিখিত অভিযোগে প্রকাশ, আশে পাশে কোন বাজার না থাকায় স্থানীয় এলাকাবাসী ১৯৯৬ সালে সাধারণ মানুষের প্রয়োজন মেটাতে রোয়াইল বাড়ী ইউনিয়নের চাপুরী ও কলসাটি মৌজায় ৭৬ জন ভিটার ৭৬ শতাংশ জমি ক্রয় করে বঙ্গ বাজার প্রতিষ্ঠা করে। বাজারে আগত ক্রেতা বিক্রেতারা যাতে স্বাছন্দে বিভিন্ন মহালে যাতায়াত করতে পারে তার সুবিধার্থে এবং বাজারটি সরকারি করণের লক্ষ্যে স্কেচ ম্যাপের মাধ্যমে বাজারের প্রত্যেক ভিটার তাদের জায়গা থেকে আধা শতাংশ ভূমি সরকারের নামে রেজিষ্ট্রি করে দেয়। প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি পর্যন্ত বাজারটি সুন্দরভাবে পরিচালিত হয়ে আসায় স্থানীয় জনগণ এর সুফল ভোগ করে আসছিল। বর্তমানে কতিপয় অসাধু ব্যবসায়ী স্থানীয় ভূমি অফিসের নায়েবের সহযোগিতায় বাজারটিকে অস্থিতিশীল করে তুলেছে। বাজারের ভিটারদের অভিযোগ, স্থানীয় ভূমি অফিসের সার্ভেয়ার ও নায়েব কতিপয় অসাধু ব্যবসায়ীর প্রত্যেকের কাছ থেকে ৪০/৫০ হাজার টাকা নিয়ে তাদেরকে চান্দিনা ভিট বরাদ্দ দেয়ার পাঁয়তারা চালাচ্ছে। গত ২৮ মে ভূমি অফিসের সার্ভেয়ার ও নায়েব বাজারে এসে ব্যবসায়ীদের চান্দিনা ভিট বরাদ্দ দেয়ার চেষ্টা করলে বাজারের ভিটাররা যুক্তি তর্কের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করেন। এ নিয়ে ভিটারদের সাথে সার্ভেয়ার ও নায়েবের কথা কাটাকাটি হয়। অবস্থা বেগতিক দেখে এক পর্যায়ে তারা বাজার ছেড়ে চলে যান। পরবর্তী পর্যায়ে কতিপয় অসাধু ব্যবসায়ীদেরকে বাজারের ক্রেতা বিক্রেতাদের যাতায়াতের চলাচলের রাস্তা বন্ধ করে চান্দিনা ভিট দখলের প্ররোচনা দেয়ায় বাজারের ভিটারদের সাথে অসাধু ব্যবসায়ীদের চরম উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে বঙ্গ বাজারের ভিটাররা ভূমি অফিসের সার্ভেয়ার ও নায়েবের বিরুদ্ধে আনীত অভিযোগ সুষ্ঠু তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নেত্রকোনা জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।