Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বেতাগীতে নিষেধাজ্ঞা অমান্য করে অর্পিত সম্পত্তিতে ঘর নির্মাণের অভিযোগ

প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা

বেতাগী পৌর এলাকায় অর্পিত সম্পত্তির ওপর নিষেধাজ্ঞা জারি উপেক্ষা করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো: জাকির হোসেনের যোগসাজশে পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা বিসেশ্বর মালাকারের পুত্র কালু মালাকার জমি বন্দোবস্ত না নিয়ে অবৈধভাবে ভোগদখল করে। এতে রাজস্ববঞ্চিত ও সরকারি সম্পত্তি বেহাত হওয়ার উপক্রম হয়েছে। জানা গেছে, সরকার রাজস্ববঞ্চিত হওয়ায় ২০১৫ সালের ২০ জানুয়ারি তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মনির হোসেন হাওলাদার পৌর এলাকার জেএল ১৪, বেতাগী মৌজার এসএ ৩৮, ৩৯, ৪৩ খতিয়ানের ২১৬২, ২১৬৭, ২১৭৭, ২৪৬৮, ২৪৭৫ ও ২৪৯৪ নং দাগভুক্ত অর্পিত সম্পত্তির ওপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত গ্রহণ করে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য ১৪৪ ধারা জারি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই জমির শ্রেণী পরিবর্তনসহ সকল প্রকার অবকাঠামোগত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। স্থানীয়রা অভিযোগ করেন, লিজ গ্রহণ না করে নিষেধাজ্ঞা সত্ত্বেও উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো: জাকির হোসেনের যোগসাজশে বেতাগী পৌর এলাকার ওই বাসিন্দা ভিপিভুক্ত জমি অবৈধভাবে ভোগদখল করার উদ্দেশ্যে ঘর উত্তোলন করে। উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো: জাকির হোসেন তার যোগসাজশের অভিযোগ অস্বীকার করে বলেন, তার অগোচরে ঘর উত্তোলন করা হয়েছে। এখন উচ্ছেদ মামলা করে ঘরটি সরাতে হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এম এম মাহমুদুর রহমান জানান, নতুন যোগদান করায় সব বিষয় এখনো অবহিত নই। তবে সরকারি সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেতাগীতে নিষেধাজ্ঞা অমান্য করে অর্পিত সম্পত্তিতে ঘর নির্মাণের অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ