Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকার ট্রেন সিলেটে, শাস্তি হতে যাচ্ছে স্টেশন ম্যানেজার সহ রেলের ২৪ কর্মকর্তার !

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২০, ৭:৪৫ পিএম
আইনী গ্যাঁড়াকলে পড়তে যাচ্ছেন সিলেট রেলস্টেশন ম্যানেজার সহ রেলে ২৪ জন কর্মকর্তা। ওই ঘটনায় শনিবার রাতে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করে সিলেট জেলা প্রশাসন। শনিবার বিকালে ট্রেন চলাচলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে  ৫৫ যাত্রী নিয়ে ঢাকা থেকে ট্রেন সিলেট আসায়  ঘটনায় দেশ জুড়ে তোলপাড় উঠে। সিলেট রেলস্টেশন ম্যানেজার মো. খলিলুর রহমান সহ রেলওয়ের ২৪ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য রেলপথ মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়েছে। এছাড়া  খোঁজা হচ্ছে সিলেটে আসা ট্রেনের ৩৫ যাত্রী।
          সূত্র জানায়,  লকডাউন অমান্য করে শনিবার বিকেল ৫টায় যাত্রী নিয়ে ঢাকা থেকে একটি যাত্রীবাহী ট্রেন সিলেটে চলে আসে। এঘটনায় তোলপাড় শুরু হয় খোদ প্রশাসনেও । খবর পেয়ে রেলস্টেশনে ছুটে যান সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর এরশাদ মিয়া (এনডিসি)।
          সিলেট রেলস্টেশন ম্যানেজার মো. খলিলুর রহমান যাত্রী পরিবহনের কথা অস্বীকার করে রাতে বলেন, ‘আমাদের ৫ জন লোক বেতন নিয়ে আসার কথা থাকলেও ওই ট্রেন প্রতিটি স্টেশনে থেমে থেমে বেতন পৌঁছে দিয়ে এসেছে। তবে পরে জানতে পারলাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর লোকজনসহ ২০ জন সিলেটে এসে পৌঁছেছেন। অন্য কোনো লোকজন ট্রেনে আসেননি।
           তার এ বক্তব্যে সজ্ঞানে বিভ্রান্তকর সহ  বাস্তব ঘটনাকে আড়ালে হীন উদ্দেশ্যে করা যে হয়েছে তার প্রতীয়মান হয়  সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর এরশাদ মিয়ার (এনডিসি) বক্তব্যের মধ্যে দিয়ে।  তিনি জানান, রেলওয়ের সংশ্লিষ্টরা রেলের কর্মচারীদের বেতন নিয়ে কয়েকজন কর্মকর্তা সিলেট এসেছেন বলের তথ্য দিয়েছেন। এর মধ্যে  চালক সহ  ২০ জন এ ট্রেনে করে সিলেট এসেছেন বলেও জানান তারা। কিন্তু রেলস্টেশনের সিসিটিভি ফুটেজে প্রাথমিকভাবে প্রমান হয়েছে এসংখ্যা  ৫৫ জন। প্রকৃত সংখ্যা আরো বেশ হতে পারে যা এখনও নির্ধারন করা যায়নি। এবক্তব্যের পর   সিলেট রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক খলিলুর রহমান পুনরায় বলেন, ট্রেনে যাত্রী বহন ভুল হয়েছে আমাদের। সিলেটে ট্রেন আসলে জেলা প্রশাসনকে জানাতে হবে এটা আমি জানতাম না।  
         অপরদিকে, এদিকে, ট্রেনটি রোববার (১৯ এপ্রিল) সকাল ৮টায় রেলওয়ের ৮ জন কর্মকর্তা নিয়ে ঢাকার উদ্দেশে সিলেট ছেড়েছে। জলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদ মিয়া বলেন, সিলেটে ট্রেন আসবে এটা জেলা প্রশাসনকে জানাননি রেলওয়ের ম্যানেজার। এছাড়া ট্রেনে আসা ২০ জন রেলওয়ের কর্মকর্তারাই ৩৫ জন যাত্রী এনেছেন। তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের সুপারিশ করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ