Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

বাজিতপুরে কেন্দ্রসচিবসহ ৫ কর্মকর্তাকে অব্যাহতি এক পরীক্ষার্থী বহিষ্কার

প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বাজিতপুর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : গত সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে কিশোরগঞ্জের বাজিতপুর হাফেজ আব্দুর রাজ্জাক পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগে কেন্দ্রসচিব, কেন্দ্র-উপসচিব, হলসুপার এবং দুইজন ইনভিজিলেটরকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অব্যাহতিপ্রাপ্তরা হলেন- হাফেজ আব্দুর রাজ্জাক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক শাহ মো: আফজাল, হাফেজ আব্দুর রাজ্জাক পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: কামরুজ্জামান, একই স্কুলের সহকারী শিক্ষক আব্দুল আজিজ ও মহিউদ্দিন আহমদ। এ সময় রাজ্জাকুন্নেসা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের হাফিজা আক্তার নামে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলা প্রথমপত্র পরীক্ষার শুরুতে সকাল ১০টায় ৫নং কক্ষে পরীক্ষার্থীদের মাঝে সৃজনশীল অংশের প্রশ্নপত্র বিতরণের সময় নিয়মিত একজন পরীক্ষার্থীকে অনিয়মিত পরীক্ষার্থীর প্রশ্নপত্র দেয়া হয়। ছাত্রীটি বেশ কয়েকটি প্রশ্নের উত্তর লিখে ফেলার পর বিষয়টি ধরা পড়ে। এ নিয়ে বিপত্তি দেখা দিলে পরবর্তীতে দুপুর ১টায় সব পরীক্ষার্থীর উত্তরপত্র সংগ্রহ করার পর ছাত্রীটিকে অন্য একজন পরীক্ষার্থীর লেখা উত্তরপত্র দেখে নতুন প্রশ্নপত্রে পরীক্ষার সুযোগ দেয়া হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এজেডএম শারজিল হাসান ঘটনাস্থলে এসে অসময়ে অবৈধভাবে পরীক্ষা নিতে দেখতে পান। সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দুইজন ইনভিজিলেটরকে পুলিশের কাছে তুলে দেয়া হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শারজিল হাসানের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ঘটনাটি পরীক্ষা নিয়ন্ত্রককে অবহিত করা হয়েছে। তার পরামর্শে সংশ্লিষ্টদের পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দানের সুপারিশ করে পাঠিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাজিতপুরে কেন্দ্রসচিবসহ ৫ কর্মকর্তাকে অব্যাহতি এক পরীক্ষার্থী বহিষ্কার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ