প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত বছর টানা কয়েক মাস হাসপাতালে কেটেছে প্রখ্যাত অভিনেতা এ টি এম শামসুজ্জামানের । সেই সময় সিনেমা জগতের অনেকেই তার খোঁজ খবর নিয়েছেন।সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরে এখন অনেকটা একা সময় কাটাচ্ছেন নাটক ও সিনেমার এক সময়ের ব্যস্ততম এই অভিনেতা। যে মানুষটি প্রতিটা দিন অসংখ্য মানুষের সঙ্গে মিলে মিশে বিভিন্ন শুটিং সেটে কাটাতেন, নিয়মিতন নাটক-সিনেমার শুটিং করতেন, এখন তিনি নির্জন সময় কাটাচ্ছেন। নাটক-সিনেমার কোনো মানুষের সঙ্গে তার দেখা হয় না, কথা হয় না! সংবাদিক ছাড়া মিডিয়ার তেমন কেউ তার খোঁজ রাখেন না। এমন অভিযোগ করলেন গুণী এই অভিনেতার স্ত্রী রুনী জামান। আক্ষেপ করে তিনি বলেন, ‘উনি সাত মাস ধরে বাড়িতে আছেন। মাঝে মধ্যে সাংবাদিকরা তার খোঁজ নিয়েছেন। এছাড়া মিডিয়ার কোন মানুষ তাকে দেখতে আসেননি, ফোন করেও খোঁজ নেননি। যে মিডিয়াতে তিনি সারাজীবন কাজ করেছেন, সেখানকার মানুষরাই তাকে ভুলে গেছেন!’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।