Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোনালদোর চেয়ে মেসিকেই এগিয়ে রাখলেন বেকহ্যাম

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২০, ৭:২৩ পিএম

প্রায় এক দশকের বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে আধিপত্য করছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। এই সময়ে রেকর্ড ছয়টি ব্যালন ডি’অর জিতেছেন বার্সেলোনা অধিনায়ক মেসি, পর্তুগিজ তারকা রোনালদো জিতেছেন পাঁচ বার। দুজনেই আছেন ক্যারিয়ারের শেষ পর্যায়ে। এখনও সেরার প্রশ্নে দ্বিধাবিভক্ত ফুটবল বিশ^। এই বিতর্কে এবার যোগ দিলেন ডেভিড বেকহ্যাম। ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডার এগিয়ে রাখছেন মেসিকে।

আর্জেন্টিনার নিউজ এজেন্সি তেলামকে বেকহ্যাম জানান, তার কাছে মেসিই সেরা, ‘খেলোয়াড় হিসেবে মেসি তার পর্যায়ে একাই। তার মতো আরেক জন থাকা অসম্ভব। খেলোয়াড় হিসেবে আর কেউ তার মতো নয়। সে রোনালদোর মতো যারা তার পর্যায়ে পৌঁছাতে পারেনি তাদের চেয়ে উঁচুতে রয়েছে।’

রোনালদোর বিপক্ষে কখনও খেলেননি বেকহ্যাম। তবে ইংলিশ এই মিডফিল্ডার ২০১৩ পিএসজিতে খেলার সময় মেসির মুখোমুখি হয়েছিলেন, ‘ওদের টেকনিক ও মেধা একই রকম হতে পারে। একই সময়ে তাদের খেলতে দেখা ফুটবলের জন্য অসাধারণ। তবে মেসিই বিশ্বের সেরা খেলোয়াড়। মেসি অনন্য।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ