Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় সিপিবি নেতার মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২০, ১২:৩০ পিএম

কমিউনিস্ট পার্টি (সিপিবি)  নারায়ণগঞ্জ মহানগরের ১৪নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক বিকাশ সাহা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

রোববার সকাল ৭ টায় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিকাশ সাহা দেওভোগ আখড়ার দীঘিরপাড় এলাকার বাসিন্দা।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শহর শাখার সভাপতি বিমল কান্তি দাস জানান, করোনা আক্রান্ত হয়ে শনিবার ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিকাশ সাহা। আজ রোববার সকাল ৭টার দিকে ওই হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিকাশ সাহার ছেলে অনির্বান সাহা অভিযোগ করে বলেন, হাসপাতালে কোন চিকিৎসা দেয়া হয় না ৷ ডাক্তার, নার্সরা ছুঁয়েও দেখে না ৷ শ্বাসকষ্ট ছিল বাবার, বারবার নার্স ডেকেছি কিন্তু কেউ আসে নাই ৷ শনিবার ১টার দিকে হাসপাতালে নিয়েছিলাম কিন্তু ভর্তি নিয়েছে বিকাল ৪টায় ৷ সবকিছুতে গাফিলতি তাদের ৷ শনিবার থেকে এ পর্যন্ত ডাক্তার আসে নাই ৷ খোঁজ নিয়ে জানতে পেরেছি এর আগের দিনও ডাক্তার আসে নাই ৷ চিকিৎসার অভাবে বাবা মারা গেছেন ৷ এর চেয়ে বাসায় থাকলেও আমরা বেশি সেবা করতে পারতাম৷



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ