Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চট্টগ্রামে সংবাদপত্র হকারদের পাশে কেএসআরএম

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২০, ১০:০৬ এএম

নভেল করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে সংবাদপত্র হকারদের ৩৫০ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে কবির স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (কেএসআরএম)।


শনিবার চট্টগ্রাম নগরীর স্মরণিকা কমিউনিটি সেন্টারে সিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মেহেদী হাসান হকার সমিতির নেতাদের কাছে ত্রাণসামগ্রী হস্তান্তর করেন।

এই ত্রাণ সহায়তার মধ্যে আছে- চাল ৭ কেজি, আলু ২ কেজি, পেঁয়াজ ১ কেজি, ডাল ১ কেজি, তেল ১ লিটার, লবণ আধা কেজি এবং রসুন আধা কেজি। প্রাথমিকভাবে ৩৫০ হকার পরিবারের কাছে এই ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে।

উপ-পুলিশ কমিশনার মেহেদী হাসান বলেন, করোনার প্রভাবে চট্টগ্রামে প্রায় ১ হাজার পত্রিকা হকার কর্মহীন হয়ে পড়েছেন। এর মধ্যে ৩৫০ পরিবার দুর্বিসহ জীবনযাপন করছেন। কেএসআরএম’র সহযোগিতায় আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। এসব পরিবারের ঘরে-ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া হবে।

এসময় সিএমপির দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার শাহ মো. আব্দুর রউফ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, কেএসআরএম’র মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম, চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ