রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা : জেলার রামগড়ের সোনাইপুল বাজারে মঙ্গবার দিবাগত রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান। প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ হারুন জানান, বাজারের দক্ষিণ পার্শে¦র একটি চা দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে বাজারের ৩টি চায়ের দোকান, ১টি টেইলার্স দোকান, ১টি জুতার, ১টি গেরেজ দোকান, ১টি সেলুন দোকান ও ১টি ওয়ার্কশপয়ের দোকানসহ ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মীভূত হয়ে যায়। রামগড় ফায়ার সার্ভিসের ইন-চার্জ হাবিবুল্লাহ বাহার জানান, খবর পেয়ে রামগড় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ সময় খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, রামগড় এএসপি সার্কেল কাজী হুমায়ুন রশিদ, রামগড় পৌর মেয়র মোহাম্মদ শাহজাহান কাজী রিপন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কাদের, রামগড় ১নং ইউপি চেয়ারম্যান শাহআলম, স্থানীয় জনপ্রতিনিধিসহ সাংবাদিক প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।