মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রে নির্বাচনী বছরে ক্রমবর্ধমান বেকারত্ব, অর্থনৈতিক মন্দা বা করোনাভাইরাসের কারণে আরো যেসব ক্ষতি হয়েছে, সেসবের দায় এড়াতে চীনকে বেছে নিয়েছেন ট্রাম্প। চীনের প্রতি কঠোর বাণিজ্য নীতি ও ভ্রমণ নিষেধাজ্ঞাকে ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার কেন্দ্রবিন্দু করে তুলেছেন। গত ২ মাস ধরে করোনা মহামারীর প্রেক্ষাপটে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শক্তিশালী, দক্ষ ও দৃঢ় নেতৃত্বের প্রশংসা করলেও নির্বাচন উপলক্ষে ভোল পাল্টে ফেলেছেন তিনি।
নির্বাচনী প্রতিদ্ব›দ্বী জো বাইডেনের সাথে চীনের সু-সম্পর্ককে পুঁজি করে প্রচারণায় নেমেছেন ট্রাম্প। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আমেরিকার একটি টেলিভিশন চ্যানেলের পর্দায় চাইনিজ পতাকাসহ একটি আতঙ্কিত সুরের আবৃত্তি শোনা যায়, ‘সবসময়ের থেকে এখন আরো বেশি, আমেরিকা অবশ্যই চীনকে রুখে দেবে’ এবং ‘চীনকে থামানোর জন্য আপনাকে জো বাইডেনকে থামাতে হবে।’
নিয়মিত ব্রিফিংয়ে ট্রাম্প করোনাভাইরাসকে ‘চাইনিজ ভাইরাস’ হিসেবে আখ্যায়িত করেন। স্বচ্ছতার অভাব আছে বলে তিনি এই ভাইরাস বিস্তারের জন্য চীনকে দায়ী করেন।
ট্রাম্পের বিরোধীরা বলছেন, তিনি এমন একটি ধারণা সৃষ্টি করতে চান, যাতে বোঝানো যায় যে, এই অবস্থার জন্য তার কোনো ভুল ছিল না। এই যে সমস্যা সৃষ্টি হয়েছে, এটা বাইরের দেশ থেকে চাপিয়ে দেয়া। বিজ্ঞান যাই বলুক বা না কেন, এক্ষেত্রে চীন একটি সহজ বলির পাঁঠা হয়েছে।
প্রচার মুখপাত্র অ্যান্ড্রু বেটস ইমেল করা এক বিবৃতিতে বলেছেন, ‘ট্রাম্প চীনের পদক্ষেপকে সফল এবং স্বচ্ছ হিসাবে প্রশংসা করে গুরুত্বপূর্ণ সপ্তাহগুলি ব্যয় করেছেন। আমেরিকান জনগণের সাথে প্রতারণা করে আমাদের চরম হুমকির মুখোমুখী করেছেন এবং আমাদের দেশকে প্রস্তুত করতে ব্যর্থ হয়েছেন।’
এদিকে, আমেরিকার নির্বাচরী প্রচারণায় চীনকে খলনায়ক হিসবে ব্যবহার করার তীব্র সমালোচনা করে আমেরিকাকে তার নিজের চরকায় তেল দিতে বলেছে চীন। শুক্রবার বেইজিংয়ে দৈনিক ব্রিফিংয়ে চীনের বিদেশ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ঝা লিজিয়ান মহামারীটির সত্য ধামাচাপা দেয়ার জন্য এবং এর দায় চাপিয়ে চীনকে কলঙ্কিত করার জন্য আমেরিকান রাজনীতিবিদদের কড়া সমালোচনা করেন।
লিজিয়ান উহানের একটি ভাইরাস ল্যাবের সাথে করোনাভাইরাসকে যুক্ত করার জন্য ওয়াশিংটনকে পাল্টা অভিযুক্ত করেন। বেইজিং ওয়াশিংটনকে বিভ্রান্ত করছে এবং করোনা মহামারী সম্পর্কে অস্বচ্ছ বলে পেন্টাগন প্রধান মার্ক এস্পার অভিযোগ করার পর আমেরিকাকে তার রাজনৈতিক চক্করবাজি বন্ধ করতে বলে চীন।
লিজিয়ান বলেন, ‘যেকোনো বুদ্ধির যে কেউ বুঝবে যে, আমেরিকার লক্ষ্য হলো, দায়িত্ব এড়ানোর জন্য পানি ঘোলা করে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেয়া’। চীন আমেরিকাকে করোনা মহমারী ও অর্থনীতিতে আরও বেশি শক্তি ব্যয় করার আহŸান জানিয়েছে।
এরই মধ্যে, আমেরিকার লকডাউন দ্বিতীয় মাসে আবর্তিত হতে শুরু করেছে এবং ট্রাম্পের রেটিং হ্রাস পেতে শুরু করেছে। বৃহস্পতিবার প্রকাশিত একটি গ্যালাপ জরিপে দেখা গেছে যে, তার প্রেসিডেন্ট হিসেবে অনুমোদনের রেটিং ৬ পয়েন্ট কমে ৪৩ শতাংশে নেমে এসেছে। ২০১৭ সালের জানুয়ারিতে তিনি দায়িত্ব নেয়ার পর চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে তার রেটিংয়ে সর্বোচ্চ পতন ঘটে। সূত্র : আলযাজিরা, ডেইলি মেইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।