Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখতে কাজ শুরু আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

গ্রামীণ জনপদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা ঠিক রাখতে ‘দুর্যোগে আলোর গেরিলা’ প্রত্যেক সমিতিতে বিশেষ বাহিনী নামিয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। গেরিলা দলকে এমনভাবে প্রস্তত রাখা হয়েছে যাতে ১৫ মিনিটের মধ্যেই তারা ঘটনাস্থলে যেতে পারে। ইতোমধ্যে বোর্ড চেয়ারম্যানের নির্দেশে সব পল্লী বিদ্যুৎ সমিতিতে আলোর গেরিলা বাহিনী কাজ শুরু করেছে।
গতকাল শনিবার পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (প্রশাসন) জনসংযোগ কর্মকর্তা মো, আনোয়ার হোসেন ইনকিলাবকে বলেন, আলোর ফেরিওয়ালার পর এবার মাঠে আলোর গেরিলা কাজ শুরু করেছে। কোভিড-১৯’র বিশ্ব বিপর্যয়ের মধ্যে দেশের গ্রামীণ জনপদে নিবরচ্ছিন্ন বিদ্যুত সরবরাহে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এই উদ্যোগ নিয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারদের দেয়া চিঠিতে বলা হয়েছে গ্রীষ্মের তাপপ্রবাহ, রমজান এবং ঝড়-বৃষ্টির সময়ে বিদ্যুৎ বিভ্রাট দ্রুত নিরসনের জন্য কাজ করবে আলোর গেরিলা। বলা হচ্ছে আরইবির দুই কোটি ৮৫ লাখ গ্রাহক অর্থাৎ দেশের ১২ কোটির বেশি মানুষের ঘরে অবস্থান স্বস্তিদায়ক করার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
সারাদেশে বিদ্যুতের গ্রাহক সম্প্রসারণে এর আগে আলোর ফেরিওয়ালা মাঠে নামিয়েছিল আরইবি। আবেদনের মাত্র পাঁচ মিনিটে আরইবি বিদ্যুৎ সংযোগ দিয়ে সুনাম কুড়িয়েছিল। আর এবার বিতরণ ব্যবস্থা গ্রাহক বান্ধব করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। গ্রীষ্মের প্রচন্ড তাপপ্রবাহে গ্রামীণ জনপদে বিদ্যুৎ বিভ্রাটের মাত্রা বেশি। আবার ঝড় বৃষ্টিতে দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকেন আরইবির গ্রাহকরা। উৎপাদনে ঘাটতি না থাকলেও বিতরণে এই চিত্র সকলকে হতাশ করে।
গ্রামে গাছপালার মধ্য দিয়ে লাইন নির্মাণের পাশাপাশি মানুষের বাড়ি ঘরের ওপর দিয়েও লাইন রয়েছে। একবার ঝড় হলে এসব লাইন পরীক্ষা-নিরীক্ষা না করে বিদ্যুৎ সরবরাহ করলে ভয়ঙ্কর বিপদ ঘটতে পারে। সঙ্গত কারণে লাইন সারানো এবং পর্যবেক্ষণে কিছুটা সময় লেগে যায়। তবে এতে গ্রাহকের ভোগান্তি হয়। আরইবি বলছে, আলোর গেরিলারা শুধু দিনের বেলায় নয় ২৪ ঘণ্টা কাজ করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুৎ

১৯ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ