প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
করোনা নিয়ে দুটি কবিতা আবৃত্তি করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিনেতা ও আবৃত্তিকার আসাদুজ্জামান নূর। এর একটি কবিতা হলো, ‘তিনি তো তোমাদের একার ঈশ্বর নন/তিনি হয়তো ডলফিনের আবেদন মঞ্জুর করেছেন।’ মিনার বসুনীয়া লেখা এ কবিতার শিরোনাম ‘ঈশ্বর হোক সবার’। কবিতাটি নিয়ে ভিডিও নির্মাণ করেছেন সঞ্জয় সরকার মুক্তনীল। অন্য কবিতাটি লিখেছেন কবি কামাল চৌধুরী। শিরোনাম ‘তোমার পৃথিবী চিনতে পার না’। এতেও করোনা আক্রান্ত পৃথিবীর চিত্র তুলে ধরা হয়েছে। দরদভরা কণ্ঠে এ কবিতা আবৃত্তি করেছেন আসাদুজ্জামান নূর। সম্প্রতি প্রকাশিত হয়েছে এর আবৃত্তির ভিডিওচিত্র। এতে দেখা যায়, করোনার আঘাতে জনশূন্য পৃথিবীর বড় বড় সব শহর নিস্তব্ধ হয়ে পড়ে আছে। কবি তার পঙক্তিমালায় বলেছেন, একটি ভাইরাস কীভাবে মানুষের ক্ষমতার দম্ভকে নিঃস্ব করে দিয়েছে। কবিতার শেষাংশে রয়েছে আশার বাণী। কেবল আবৃত্তি নয়, ধ্বনিচিত্রের এ ভিডিওটির শেষে কবিতার কয়েকটি চরণ গেয়েছেন শিল্পী নকীব খান। এ অংশটুকুর সুর করেছেন তিনি নিজেই। সংগীতায়োজনে বাপ্পা মজুমদার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।