Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আড়াইহাজারে এক রাতে দুই ডাকাতি আহত ৩

প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : আড়াইহাজারে এক রাতে দুটি ডাকাতি সংঘটিত হয়েছে। সোমবার রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের ডোমারচর গ্রামে ও আড়াইহাজার-উচিৎপুরা সড়কের হাজী বেলায়েত কলেজের সামনে ডাকাতির ঘটনাগুলো ঘটে। ডাকাতদের হামলায় আহত হয়েছে ৩ জন। সিএনজি চালক নজু মিয়া জানান, রাত সাড়ে ৮টার দিকে আড়াইহাজার থেকে উচিৎপুরা যাওয়ার পথে বেলায়েত কলেজের সামনে ১টি সিএনজি ও ২টি অটোরিকশা গতিরোধ করে ৭/৮ জনের ডাকাত দল যাত্রীদের কাছ থেকে মোবাইল সেট ও নগদ টাকা লুটে নেয়। এরপর ডাকাত দল খাগকান্দা নৌ-ফাঁড়ি পুলিশের একটি গাড়ীকে থামানোর সংকেত দেয়। এ সময় পুলিশের বিষয়টি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। এ ব্যাপারে এএস আই তুষ্ঠ লাল বিশ্বাস বলেন, আমি সুলতানসাদী বাজারে ডিউটি করতে গেলে কলেজের সামনে এ ঘটনা ঘটে। অপরদিকে একই রাত অনুমান পৌনে ২টার দিকে ডোমারচর গ্রামের পাওয়ারলুম ব্যবসায়ী গণি মিয়ার বাড়ীতে ডাকাত দল হানা দেয়। ডাকাতদেরকে বাধা দিতে গেলে এলাপাতাড়ি কুপিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গৃহকর্তা গণিমিয়া ও তার দুই ছেলে কলেজ ছাত্র নুরুল ইসলাম, শফিকুলকে আহত করে। পরে এলাকাবাসী জড়ো হলে ডাকাত দল পালিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আড়াইহাজারে এক রাতে দুই ডাকাতি আহত ৩
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ