রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : আড়াইহাজারে এক রাতে দুটি ডাকাতি সংঘটিত হয়েছে। সোমবার রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের ডোমারচর গ্রামে ও আড়াইহাজার-উচিৎপুরা সড়কের হাজী বেলায়েত কলেজের সামনে ডাকাতির ঘটনাগুলো ঘটে। ডাকাতদের হামলায় আহত হয়েছে ৩ জন। সিএনজি চালক নজু মিয়া জানান, রাত সাড়ে ৮টার দিকে আড়াইহাজার থেকে উচিৎপুরা যাওয়ার পথে বেলায়েত কলেজের সামনে ১টি সিএনজি ও ২টি অটোরিকশা গতিরোধ করে ৭/৮ জনের ডাকাত দল যাত্রীদের কাছ থেকে মোবাইল সেট ও নগদ টাকা লুটে নেয়। এরপর ডাকাত দল খাগকান্দা নৌ-ফাঁড়ি পুলিশের একটি গাড়ীকে থামানোর সংকেত দেয়। এ সময় পুলিশের বিষয়টি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। এ ব্যাপারে এএস আই তুষ্ঠ লাল বিশ্বাস বলেন, আমি সুলতানসাদী বাজারে ডিউটি করতে গেলে কলেজের সামনে এ ঘটনা ঘটে। অপরদিকে একই রাত অনুমান পৌনে ২টার দিকে ডোমারচর গ্রামের পাওয়ারলুম ব্যবসায়ী গণি মিয়ার বাড়ীতে ডাকাত দল হানা দেয়। ডাকাতদেরকে বাধা দিতে গেলে এলাপাতাড়ি কুপিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গৃহকর্তা গণিমিয়া ও তার দুই ছেলে কলেজ ছাত্র নুরুল ইসলাম, শফিকুলকে আহত করে। পরে এলাকাবাসী জড়ো হলে ডাকাত দল পালিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।