বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফটিকছড়ির ধর্মপুর আজাদী বাজারে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ১০ টাকা মূল্যের চাল চুরি করে খোলা বাজারে বিক্রির করার দায়ে চার বস্তা (১২০ কেজি) চালসহ ডিলার সরোয়ার জাহান বাবুল এবং তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ধর্মপুর আজাদী বাজার থেকে তাদের আটক করে পুলিশ।
আটক ডিলার সরোয়ার জাহান বাবুল ধর্মপুর ইউপির ৪নং ওয়ার্ডের আবিদ বাড়ীর বাসিন্দা এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা বলে জানা গেছে।
জানা যায়, শুক্রবার সকালে কার্ডধারী নয়- এমন লোকের কাছে চুরি করে বাজার মূল্যে ওএমএস’র চাল বিক্রির সময় সন্দেহ হলে স্থানীয় জনতা বিষয়টি ইউপি সদস্য (প্যানেল চেয়ারম্যান) শহীদুল ইসলাম আকাশকে জানান। তিনি ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তৎক্ষণাৎ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন ঘটনাস্থলে ছুটে যান। পরে চাল চুরির অভিযোগ প্রমাণিত হলে ডিলার সরোয়ার জাহান বাবুলসহ আরো দুই ব্যক্তিকে ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে গ্রেফতার করে থানায় নেয়া হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন বলেন, ওএমএস’র চাল চুরির অপরাধে ডিলারসহ তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দিয়েছি। ডিলারের প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়েছে।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আকতার বলেন, করোনা ভাইরাসের এই দুর্যোগের সময় সরকার কর্তৃক গরিব ও দুস্থদের মাঝে ১০ টাকা কেজি দরে বিক্রি করার জন্য প্রদত্ত চাল কালোবাজারে (চুরি করে) বিক্রি করায় জনগণের সহায়তায় ফটিকছড়ি থানা পুলিশের হাতে ৪ বস্তা (১২০ কেজি) চালসহ ধর্মপুর ইউপির আজাদী বাজারে ডিলারসহ তিনজন ধরা পড়ে। এ সংক্রান্তে বিশেষ ক্ষমতা আইনে মামলা রজ্জু হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি একে আজাদ বাবুল জানান, গ্রেফতারকৃত ওএমএস ডিলার সরোয়ার জাহান বাবুল স্বেচ্ছাসেবক লীগের সাথে সংশ্লিষ্ট নয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।