বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা মহামারীর মধ্যেও কিছু মানুষের মধ্যে মানবতাবোধ জাগ্রত হয়নি। কঠিন এ সময়েও তারা ব্যস্ত ভোগ বিলাসে আনন্দ উৎসবে। পোলাও, চিংড়ি, গরুর গোস্ত মুরগির রোস্ট, চনার ডাল, ডিম থেকে শুরু করে নানান পদের বাহারি খাবার নিয়ে মহাধুমধামে তারা আয়োজন করে পিকনিকের। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পড়া-প্রতিবেশিসহ অন্তত ১০০ লোকের আমন্ত্রণ ছিলো এই ভূরিভোজে।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা অমান্য করে হাটহাজারীর পূর্ব ধলই এলাকায় আয়োজন করা এই পিকনিক শুক্রবার রাতে বন্ধ করে দিয়েছেন ভ্রম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ।
তিনি বলেন, উপজেলার ধলই ইউনিয়নের পূর্ব ধলই এলাকায় মো. বাবুল নামে এক ব্যক্তি তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পড়া-প্রতিবেশিসহ অন্তত ১০০ লোকের জন্য পিকনিকের আয়োজন করেন।
পিকনিকে আমন্ত্রিতদের জন্য নানান পদের বাহারি খাবার রান্না হচ্ছিলো তখন। অন্য আয়োজনও প্রায় শেষের দিকে। সরকারি নির্দেশনা না মেনে রাতে জনসমাগম করে পিকনিকের আয়োজন করায় ওই পিকনিক বন্ধ করে দেওয়া হয়। আয়োজক মো. বাবুলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।