Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা সংক্রমণ বেড়েই চলেছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

বিশ্বব্যাপী আতঙ্কের নাম করোনাভাইরাস। প্রতিদিনই এ আতঙ্কের নতুন নতুন সংবাদ পাওয়া যাচ্ছে। দেশের প্রায় প্রতিটি জেলা ও উপজেলায় ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। আক্রান্ত হচ্ছেন শত শত মানুষ। এ বিষয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদনÑ
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে একদিনে ১৯ জনের করোনা সংক্রমণ পাওয়া গেছে। ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ-বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে নতুন করে সংক্রমণের এ তথ্য পাওয়া যায়।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ১১১ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ১৯ টি করোনা পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে চট্টগ্রামের এক জন, লক্ষীপুর জেলার ১৭ ও ফেনীর ছাগলনাইয়ার একজনের করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে। বিআইটিআইডিতে এ পর্যন্ত ১১২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে এ পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৩ জনে। এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ২৭ জন আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল, বিআইটিআইডি হাসপাতাল এবং নিজ নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। তারা সবাই শঙ্কামুক্ত বলে জানান সিভিল সার্জন। এক জন সুস্থ হয়ে বাড়ি গেছেন।
রংপুর থেকে স্টাফ রিপোর্টার জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন এক রোগীর করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এর কারণে ওই ওয়ার্ডের দুই চিকিৎসক ও ৪ স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে হাসপাতল কর্তৃপক্ষ। তাবলিক জামায়াত ফেরত রংপুরের বদরগঞ্জ উপজেলার আউলিয়াগঞ্জের মোসলেম উদ্দিন নামের ওই রোগীর গত বৃহস্পতিবার নমুনা টেস্টে দেহে করোনা পজেটিভ পাওয়া যায়। এর পরই আইসোলেশন হিসেবে থাকা ওই ওয়ার্ডটির দুই চিকিৎসক ও ৪ স্বাস্থ্য কর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার জানান, চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগের পাঠানো নমুনা থেকে ৩৩ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে একজনের রিপোর্ট প্রজেটিভ। বাকি ৩২ জনের নেগেটিভ। আক্রান্ত ব্যাক্তি ফরিদগঞ্জ উপজেলার। নতুন করে নমুনা সংগ্রহ করা ৬০ জনের রিপোর্ট ঢাকায় প্রেরণ করা হয়েছে।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইলের ১২টি উপজেলায় নতুন করে গত ২৪ ঘন্টায় ৩৫ জনসহ বর্তমানে ১৫৯১ জন হোমকোয়ারেন্টিনে রয়েছেন। এদিকে দুইজন করোনা রোগী টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। এদিকে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহিদুজ্জামান জানান, গত ২৪ ঘন্টায় ৫৭ জনকে হোমকোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। জেলায় মোট ৩৬৭৮ জনকে প্রাতিষ্ঠানিক ও হোমকোয়ারেন্টিনের আওতায় আনা হয়।
ল²ীপুর জেলা সংবাদদাতা জানান, জেলায় নতুন করে ১৭ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্য ১ ডাক্তারসহ নার্স ও হাসপাতালে স্টাফ রয়েছেন ৪ জন। এই নিয়ে জেলায় আক্রান্তে সংখ্যা দাঁড়াল ১৯জনে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় শিশুসহ ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১৬ জন।
আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা জানান, বগুড়ার আদমদীঘিতে আহসান হাবিব (২৮) নামের এক কনস্টেবল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে তার করোনা শনাক্ত হওয়ার জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ান।
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোরায় আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জআমান। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. বদিউজ্জামান জানান, আক্রান্ত ব্যক্তি একজন পুরুষ বয়স ৪০ এ নিয়ে সিরাজদিখানে করোনায় সংক্রমণ হলো ৪ জন।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংক্রমণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ