প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিবাহবিচ্ছেদের পর অভিনেতা করণ সিং গ্রোভার এবং টিভি অভিনেত্রী জেনিফার উইঙ্গেট তাদের এই সম্পর্কের ব্যাপারে একবারে চুপ মেরে যান। অন্যরা যেমন করে থাকে তারা কখনই একে অন্যের সম্পর্কে কটু কথা বলেননি। অবশ্য শেষ পর্যন্ত করণ এই ব্যাপারে মন্তব্য করেছেন।
করণ আর জেনিফার যখন প্রেম করতেন তখন আলোচনার কেন্দ্রে ছিলেন। তাদের বিয়েও ছিল খুব আলোচিত। কিন্তু এক বছরের মধ্যেই তাদের সংসার ভেঙে যায়।
কিছুদিন আগে জেনিফার তার সাবেক স্বামীর ভবিষ্যৎ নিয়ে শুভকামনা করলেও করণ কিন্তু বলেছেন জেনিফারের সঙ্গে তার বিয়েটা ছিল একটা ভুল।
এক সাক্ষাতকারে করণ জানিয়েছেন, কখনও কখনও বন্ধুত্বকে আরও এক পর্যায় পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া উচিত নয়। যখন দুজনের মাঝে বন্ধুত্ব খুব ভালো থাকে তাদের বিয়ে করা উচিত নয়।
এই দুই টিভি তারকার বন্ধুত্ব ছিল আট নয় বছরের। করণের মতে তিনি খুব তাড়াহুড়া করেন, সেটিই তার দোষ। তিনি স্বীকার করেছেন আর কিছু নতুন করে সাজানো সম্ভব নয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।