Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ত্রাণ চোরদের ধরে বিচার করুন : খালেকুজ্জামান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

ত্রাণচোরদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। তিনি বলেছেন, ত্রাণ চোরদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন। গতকাল এক বিবৃতিতে তিনি আরো বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সাধারণ ছুটি, লকডাউন এর মধ্যেই ‘সারাদেশ ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় প্রায় ২৫ দিন ধরে মানুষ কর্মহীন, রোজগারহীন অবস্থায় ঘরে বন্দি হয়ে আছে। দরিদ্র, অতিদরিদ্র, নিন্মবিত্ত মানুষের ঘরে খাবার সংকট তীব্র আকার ধারন করেছে। সরকারের ত্রাণ সহায়তা খুবই অপ্রতুল ও চুরি, দুর্নীতি, দলীয়করণ দোষে দুষ্ট। ঢাকা এবং বাইরের জেলায়ও ত্রাণের জন্য মানুষ রাস্তায় বিক্ষোভ করছে, অবরোধ করছে।

খালেকুজ্জামান বলেন, রিলিফ চুরি বন্ধ ও দরিদ্র, অতিদরিদ্র, নিন্মবিত্ত, বস্তিবাসী, ছিন্নমূল কর্মহীন-রোজগারহীন সকলের ত্রাণ সহায়তা নিশ্চিত করতে এলাকায় এলাকায় গণতদারকি কমিটি গঠন করতে হবে। একদিকে অপ্রতুল ত্রাণ সামগ্রী অন্যদিকে সরকার দলীয় জনপ্রতিনিধি ও নেতা-কর্মীদের ত্রাণের চাল, ডাল, তেল চুরি ও লুটপাটের ঘটনা প্রতিদিন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। ত্রাণ চোরদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে এহেন চুরি-দুর্নীতি বন্ধ করা যাবে না। রিলিফ চোরদের পেছনে রয়েছে রাঘব বোয়ালেরা, তাই এই চোরেরা মনে করে তাদের আশ্রয়দাতারা আইনের ফাঁক-ফোকর দিয়ে তাদের বের করে নেবে, বাঁচাবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ত্রাণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ