Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মতলবে দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

মতলব উত্তর(চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২০, ৮:২৬ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বেলতলী আশ্রয়ন প্রকল্পের ভূমিহীন হতদরিদ্র পরিবারগুলোর মধ্যে প্রধান মন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা এএম জহিরুল হায়াত ও অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন মৃধা এ উপহার বিতরণ করেন। আশ্রয়ন প্রকল্পে থাকা ৬০টি পরিবারের হাতে এ উপহার তুলে দেওয়া হয়।

উপহার বিতরণ শেষে করোনা ভাইরাস মহামারিতে করণীয় নিয়ে আলোচনা করা হয়। মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএম জহিরুল হায়াত বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা মত বেশির ভাগ মানুষ ঘরের মধ্যে অবস্থান করছেন। হত দরিদ্ররা কাজ করতে না পেরে খুবই সমস্যায় পড়েছে। তাই সরকারের দেওয়া সহযোগিতা আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি। খাদ্যের সমস্যা হলে আমার নম্বর কল দিলেই খাবার পৌছে দেয়া হয়।

এসময় মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন মৃধা, ইউএনও’র সিএ আমিনুল ইসলাম, ইউপি সদস্য মো. শিপলু, শ্রমিক লীগ নেতা রজলুর রহমান সর্দার’সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপহার বিতরণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ