Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্টে এট হোম’র প্রতিবাদে বিক্ষোভ

আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্র স্বাভাবিক অবস্থায় ফিরবে : ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

করোনা মহামারী ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, ওহিও, কেনটাকি, মিনেসোটা, উত্তর ক্যারোলিনা এবং উটাহসহ রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিক উভয় গভর্নরের নেতৃত্বাধীন রাজ্যগুলোর বাসিন্দারা দীর্ঘদিন লকডাউনে অর্থনৈতিক পরিণতি সম্পর্কে উদ্বিগ্ন হয়ে বৃহস্পতিবার বিক্ষোভ করেছে। সিএনএন, দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। মিশিগান গভর্নর গ্রেচেন হুইটমার বলেছেন, রাজ্যটির একটি ক্ষুদ্র অংশ প্রতিবাদ করছে এবং এটি তাদের অধিকার। লোকেরা ঘরে বসে পাগল হয়ে উঠছে। লকডাউন উপেক্ষা করে মিশিগান অঙ্গরাজ্যের কনজারভেটিভ কোয়ালিশন ও মিশিগান ফ্রিডম ফান্ড সংগঠন দুটি ‘অপারেশন গ্রিডলক’ নামে একটি বিক্ষোভের ডাক দেয়। মিশিগানের নার্সেস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে, এই প্রতিবাদকে দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেছে। রাজ্যের গভর্নর গত সপ্তাহে ‘স্টে হোম স্টে সেফ’-এর মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছেন। মনেসোটা রাজ্যে ৩ মে পর্যন্ত লকডাউনের ঘোষনার বিরোধিতা করে বৃহস্পতিবার সেন্ট পলে ডেমোক্র্যেটিক গভর্ণরের বাড়ির সামনে জড়ো হয়ে প্রতিবাদ করেছে বিক্ষোভকারীরা। অপরদিকে, আল-জাজিরার খবরে বলা হয়, মার্কিন অর্থনীতি পুনরায় চালু করতে তিন স্তরের পরিকল্পনার ঘোষণা দিলেন ট্রাম্প। এই পরিকল্পনার আওতায় আসছে মাসগুলোতে অঙ্গরাজ্যগুলোর অর্থনৈতিক কার্যক্রম পুনরায় চালু করতে গভর্নরদের দিক নির্দেশনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশে ভয়াবহ করোনা সংকট সত্তে¡ও তিনটি পর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক করার পরিকল্পনা পেশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আওতায় কিছু রাজ্য এক সপ্তাহের মধ্যেই স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবে। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে ‘ওপেন আপ আমেরিকা এগেইন’ পরিকল্পনার ঘোষণায় ট্রাম্প গর্ভনরদের প্রতিশ্রুতি দিয়ে বলেন, কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ সহযোগিতায় তারা এই প্রক্রিয়া বাস্তবায়ন করতে পারবেন। ট্রাম্প প্রশাসনের জারিকৃত ১৮ পৃষ্ঠার এই নীতিমালার তিন স্তরের প্রতিটি পর্যায়ের সময়সীমা হবে ১৪ দিন করে। প্রথম স্তরে বর্তমান লকডাউনের আওতায় অপ্রয়োজনীয় ভ্রমণ ও জনাকীর্ণ স্থানে জড়ো হতে না বলা হয়। তবে এতে জানানো হয় রেস্টুরেন্ট, ধর্মীয় স্থান, খেলাধুলোর স্থান কঠোরভাবে সামাজিক দ‚রত্ব বজায় রেখে নিশ্চিত করে চালু করা হবে। যদি করোনা ভাইরাস সংক্রমণ হার বৃদ্ধির প্রমাণ পাওয়া না যায় তবে দ্বিতীয় স্তরে অপ্রয়োজনীয় ভ্রমণ চালু করে দেয়া হবে। এর আওতায় কক্ষের ধারণক্ষমতার মান রক্ষা করে স্কুল ও বারগুলো খুলে দেয়া হবে। তৃতীয় স্তরের পরিকল্পনায় জনসংযোগের ওপর বিধি-নিষেধ তুলে নেয়া হবে। বার, বৃদ্ধাশ্রম ও হাসপাতালগুলো পুনরায় চালু করে দেয়া হবে। ট্রাম্প বলেন, ‘আমাদের সামনে পরবর্তী যুদ্ধ হলো আমেরিকাকে পুনরায় চালু করা। আমেরিকানরা আমেরিকাকে পুনরায় চালু হতে দেখতে চায়। জাতীয় শাটডাউন কখনোই দীর্ঘমেয়াদি সমাধান হতে পারে না।’ সিএনএন, দ্য গার্ডিয়ান, আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ