Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইতালির ভ্যাকসিন চলতি মাসেই পরীক্ষা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

করোনার প্রতিষেধক তৈরিতে সাফল্যের দাবি করেছে ইতালীয় এক প্রতিষ্ঠান। চলতি এপ্রিলের শেষেই মানবদেহে এটি পরীক্ষা করা হবে। এদিকে দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরো ৫৭৮ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা সাড়ে ২১ হাজার ছাড়াল। বুধবার পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে। ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইনস্টিটিউটের সহযোগিতায় ইতালির আইআরবিএম নামের এক প্রতিষ্ঠান করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরি করেছে। প্রতিষেধকটি পরীক্ষা করে সাফল্য পেয়েছেন গবেষকরা। এপ্রিলের শেষে ৫৫০ জন সুস্থ স্বেচ্ছাসেবীর দেহে এটি পরীক্ষা করা হবে। প্রতিষ্ঠানটির প্রধান নিবার্হী কর্মকর্তার আশা, স্বাস্থ্যকর্মী ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ওপর সেপ্টেম্বরের মধ্যে প্রয়োগ করা সম্ভব হবে। এদিকে ইতালিতে গত দু’দিনে মৃত্যুর সংখ্যা বেশি থাকলেও গত ২৪ ঘণ্টায় কিছুটা কমেছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ