নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে কর্তৃপক্ষ। স্বাভাবিক অবস্থা না ফিরলে ১৩তম আইপিএল বাতিলও হতে পারে। তবে আইপিএল আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
ইতোমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) আইপিএল আয়োজনের প্রস্তাবও দিয়েছে এসএলসি। কারন হিসেবে তারা জানায়, শ্রীলংকায় করোনাভাইরাসের পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। আগামী দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতির আরও উন্নতি হলে স্বাভাবিক অবস্থায় ফিরবে শ্রীলংকা। তাই আইপিএল আয়োজনের ইচ্ছা প্রকাশ করে এসএলসি। এমনটা জানালেন এসএলসির সভাপতি শাম্মি সিলভা।
শ্রীলংকার গণমাধ্যমকে সিলভা বলেন, ‘বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি অনেকটাই ভালো। বিসিসিআই চাইলে আমরা আইপিএল আয়োজন নিয়ে কথা বলতে পারি।’
সিলভা আরও বলেন, ‘অতীতেও ভারতের বাইরে আইপিএল অনুষ্ঠিত হয়েছে। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় আইপিএল হয়েছে। তারা চাইলে এবারও দেশের বাইরে করতে পারে। এ ব্যাপারে আমরা আগ্রহী। বিসিসিআই যদি ইতিবাচক সাড়া দেয়, তবে আমরা দেশের স্বাস্থ্য বিভাগের সাথে আলাপ করে সব রকম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’
উপমহাদেশের মধ্যে শ্রীলংকাতে এখন করোনাভাইরাসের পরিস্থিতি অনেকটাই ভালো। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২৩৮ জন। মারা গেছেন মাত্র ৭ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।