Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজী মাজহারুল আনোয়ারের গান নিয়ে ধারাবাহিক অনুষ্ঠান পালকি

প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : চ্যানেল আই ও শরীফ মেলামাইনের যৌথ উদ্যোগে একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, পরিবেশক, গীতিকার গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে এক ভিন্ন ধরনের অনুষ্ঠান নির্মিত হচ্ছে। জামাল রেজার নির্দেশনায় চ্যানেল আইতে প্রচারের লক্ষে গাজী মাজহারুল আনোয়ারের হাজার হাজার গান নিয়ে ধারাবাহিক গানের অনুষ্ঠান ‘পালকি’ নির্মিত হচ্ছে। অনুষ্ঠানে শুধুমাত্র মাজহারুল আনোয়ারের লেখা গান যথাযথ সুরে এবং কথায় এই সময়ের শিল্পীরা গাইবেন। এরইমধ্যে গান রেকর্ডিং-এর কাজ শুরু হয়েছে। পরিচালক জামাল রেজা জানান, এরইমধ্যে গান গেয়েছেন রিজিয়া পারভীন, পলাম, মনির খান, দিঠি আনোয়ার, অপু। অনুষ্ঠানে পর্যায়ক্রমে গাইবেন ক্লোজআপ ওয়ান ও সেরা কন্ঠের শিল্পীরা’সহ আরো অন্যান্য শিল্পীরা। ১৯ জুলাই মঙ্গলবার থেকে ‘পালকি’ অনুষ্ঠানটির প্রচার শুরু হবে। গান রেকর্ডিং-এর সময় গাজী মাজহারুল আনোয়ার নিজে উপস্থিত থাকার চেষ্টা করছেন যাতে গানে কথায় বা সুরে কোনরকম ভুল ষা হয়। ‘পালকি’ অনুষ্ঠানটি প্রসঙ্গে গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘আমাদের দেশে রয়েছে সুন্দর সুন্দর হাজার হাজার বাংলা গান। এই গানের সঙ্গে সংশ্লিষ্টরা অনেকেই নেই, অনেকেই হয়তো আগামীতে থাকবেন না। তাদেরকে বাঁচিয়ে রাখার মতো তেমন কোন আর্কাইভও নেই। চ্যানেল আই এবং শরীফ মেলামাইন অন্তর থেকে অনুভব করে বাংলা গানকে বাঁচিয়ে রাখার বিশেষ উদ্যোগ নিয়েছে পালকির মাধ্যমে। যদিও কাজটি কঠিন, তারপরও তারা যে সাহস করে এগিয়ে যাচ্ছে এজন্য তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। মানুষ আসবেন আবার চলেও যাবেন। কিন্তু তাদের কীর্তি পৌঁছে দিতে হবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। এই কাজটি করারটাও মহৎ একটি উদ্যোগ যা চ্যানেল আই ও শরীফ মেলামাইন করছে। মনে রাখতে হবে কোনকিছুই হারাবার নয়। কিন্তু মনে রাখার মতো পরিস্থিতি সৃষ্টি করে যেতে হবে। যা পরবর্তী প্রজন্মের কাছে অনসরণীয় হয়ে থাকবে।’ বাবাকে নিয়ে এমন একটি অনুষ্ঠান নির্মাণে গর্বিত মেয়ে দিঠি চৌধুরী। দিঠি বলেন, ‘গুণীজনকে শ্রদ্ধা জানাতে পারে চ্যানেল আই। তাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা।’ দিঠি তার বাবার লেখা ‘শুধু গান গেয়ে পরিচয়’, ‘সে যে কেনো এলো না’ ও ‘সবাইতো ভালোবাসা চায়’ তিনটি গান গেয়েছেন। ১৯ জুলাই মঙ্গলবার সন্ধ্যা ৬.০০টায় ‘পালকি’র প্রচার শুরু হবে। প্রতি পর্বে পাঁচ থেকে ছয়টি গান প্রচার হবে। গাজী মাজহারুল আনোয়ার পাঁচ বারেরও বেশি সময় জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০০২ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু দেশে ফেরার পর মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য প্রথম ‘প্রেসিডেন্ট গোল্ড এ্যাওয়ার্ড’ লাভ করেন গাজী মাজহারুল আনোয়ার। বিবিসির জরিপে সেরা বিশটি বাংলা গানের মধ্যে গাজী মাজহারুল আনোয়ারের লেখা সর্বোচ্চ তিনটি গান স্থান পেয়েছে। গান তিনটি হচ্ছে ‘জয় বাংলা বাংলার জয়’, ‘একতারা তুই দেশের কথা ’ এবং ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়’।



 

Show all comments
  • Tofazzal Hossain ৭ জুলাই, ২০১৭, ৮:১৬ পিএম says : 0
    এই ধরনের অনুষ্ঠান করে গুণীজনকে সম্মান জানানোর জন্য চ্যানেল আই এবং শরীফ মেলামাইন কে অসংখ্য ধন্যবাদ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাজী মাজহারুল আনোয়ারের গান নিয়ে ধারাবাহিক অনুষ্ঠান পালকি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ