বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় অন্যতম গুরুত্বপূর্ণ সুরক্ষা সরঞ্জাম ফেসশিল্ড। পারসোনাল প্রোটেক্টিভ ইক্যুইপমেন্টের (পিপিই) সম্পূর্ণতার জন্য এটি অত্যাবশ্যকীয়।
চিকিৎসকদের মতে, মানসম্পন্ন ফেসশিল্ড ছাড়া করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের সেবা দেওয়া নিরাপদ নয়। অথচ বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের কারণে রপ্তানিকারক দেশগুলো সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করতে হিমশিম খাচ্ছে। এমন দুর্যোগপূর্ণ সময়ে ব্যক্তি উদ্যোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের শেষ বর্ষের ফলাফল প্রত্যাশী সুমিত চন্দ স্থানীয় উপকরণ দিয়েই ফেসশিল্ড তৈরি করছেন।
ইতোমধ্যে তিনি এ ফেসশিল্ড খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মোংলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে দিয়েছেনও। কুয়েটের এ শিক্ষার্থীর গ্রামের বাড়ি বাগেরহাটের মোংলার শেলাবুনিয়ায়। তিনি মোংলার বাসায় বসে এই ফেসশিল্ড তৈরি করছেন।
তিনি বলেন, এবারের বাংলা নববর্ষটা একটু অন্যভাবেই কাটালাম। বাসায় বসেই আমাদের ডাক্তারদের জন্য প্রায় ১০০ পিস ফেসশিল্ড তৈরি করেছি। নববর্ষের তিনদিন আগে কাঁচামালগুলো রেডি করে কাজ শুরু করে টানা নির্ঘুম কাজ করেছি যাতে এলাকার হাসপাতালগুলো এবং স্বাস্থ্যকর্মীদের সাপ্লাই দেওয়া যায়।
এ শিক্ষার্থী আরও বলেন, কেউ খুলনা, মোংলা, বাগেরহাটে ওএইচপি শিট সাপ্লাই দিতে পারলে আরো ভালো ফেসশিল্ড বানানো যাবে। কিছু শিক্ষার্থীর সমন্বয়ে একটি দল গঠন করে আগামী দিন চারদিনের মধ্যে ১ হাজার পিস ফেসশিল্ড তৈরির কাজ করছি।
তিনি এ অবস্থায় পকেটের অল্প কিছু সেভিংস খরচ করা ছাড়াই এগুলো করতে পারার জন্য ডোনারসহ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) উপাধ্যক্ষ ডাক্তার মেহেদী নেওয়াজ বলেন, কুয়েটের শিক্ষার্থীর তৈরি ৫০টি ফেসশিল্ড পেয়েছি। স্থানীয় উপকরণ দিয়ে ফেসশিল্ডগুলো ভালোই করেছে। কাজ চালানো যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।