Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

এবার ঢাকার বাইরে সালমার ত্রাণ কার্যক্রম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

করোনা দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ধারাবাহিক সহায়তা কার্যক্রম চালাচ্ছেন কণ্ঠশিল্পী সালমা ও সাগর দম্পতির ‘সাফিয়া ফাউন্ডেশন’। দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ ও ঢাকা শহরের বিভিন্ন এলাকার গৃহহীন অসহায় মানুষদের মধ্যে রান্না করা খাবার বিতরণ এবং অসচ্ছল পরিবারের দুস্থ শিশুদের মধ্যে দুধ বিতরণ প্রক্রিয়া নিয়মিতই চালাচ্ছে তাদের এই প্রতিষ্ঠান। এ ধারাবাহিকতায় এবার কুষ্টিয়া ও দৌলতপুর অঞ্চলের নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সালমার ‹সাফিয়া ফাউন্ডেশন’। এর মাধ্যমে করোনা দুর্যোগে প্রথমবার ঢাকার বাইরে ত্রাণ দিচ্ছে সংস্থাটি। এ প্রসঙ্গে সালমা বলেন, স্বেচ্ছাসেবক সংকট ও লক ডাউনের কারণে ঢাকার বাইরে কাজ করা খুবই কঠিন। তারপরও, যতটুকু সম্ভব তারাগুনিয়া, দৌলতপুরের প্রায় ২০০ পরিবারের পাশে দাঁড়িয়েছে সাফিয়া ফাউন্ডেশন।’ আগামীতে সংস্থাটি আরও বৃহৎ পরিসরে কাজ করবে বলে সালমা জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ত্রাণ-কার্যক্রম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ