প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ইনস্টাগ্রামে পাপারাতজির তোলা নিজের দুটি ছবি পোস্ট করে মামলার শিকার হয়েছেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান-অভিনেত্রী এমি শুমার। নিউ ইয়র্কের এক আলোকচিত্রী শুমারের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ এনে মামলা দায়ের করেছে। অভিযোগে বর্ণিত হয়েছে ফেলিপে রামালেস নামে একজন ফোটোগ্রাফার ছবি দুটি তুলেছেন, তার অধিকারী এবং কপিরাইটকারী। ছবিতে শুমারকে একটি স্ট্রোলারে তার ছেলে জিনকে ঠেলে নিয়ে যেতে দেখা যায়। ছবিগুলো গত বছর নভেম্বরে নিউ ইয়র্কে তোলা হয়েছে। রামালেস শুমারের ব্যবসা প্রতিষ্ঠান ক্লডেট এলএলসিকেও বিবাদী তালিকায় অন্তর্ভুক্ত করেছে। বাদীর মতে অপর পক্ষ তাদের ওয়েবসাইটে তার ছবি দিয়ে তাদের পণ্যের (শুমারের পরিধানের টি-শার্ট) ব্যবসায়ীক প্রচার করেছে। বাদী কপিরাইট অধিকার তার ছবির সর্বময় অধিকার দান করে যার ফলে তার অনুমতি না নিয়ে ছবি ব্যবহার করা আইনত অপরাধ। রামালেস এই অপরাধের বিচার দাবী করে তার আইনি ও অন্যান্য খরচ দাবী করেছেন। আর কপিরাইট অমান্য করার জন্য ক্ষতিপূরণও আছে তার দাবীতে। এই মামলার কারণে শুমারকে দেড় লক্ষ ডলার পর্যন্ত অর্থদন্ড দিতে হতে পারে। রামালেসের কৌঁসুলি রিচার্ড লিবোউইটজ বলেছেন : “এটি কোনও বিনিময় দেয়া ছাড়া আলোকচিত্রীর ছবি ব্যবসায়ীক ফায়দার জন্য ব্যবহার করা একটি চিরায়ত নজির।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।